আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪৩

শঙ্কা কাটছে না বিএনপি নেতাদের

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অনৈতিক বিভিন্ন কর্মকান্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্তে নারায়ণগঞ্জ বিএনপির বাকি নেতাকর্মীদের মধ্যেও পদ হারানোর শঙ্কা সৃষ্টি হয়েছে। কেউ দলের ঊর্দ্ধে নন, অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে এমন বার্তাই যেনো কঠোরভাবে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ে আওয়ামী লীগ সরকার পতনের পর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীরা আধিপত্য বিস্তার করতে থাকেন। এ নিয়ে তারা নিজেরাই অন্তকোন্দলে লিপ্ত হয়ে বিশৃঙ্খলায় জড়ান। ঘটান মারামারি, হাতাহাতির ঘটনা। পাশাপাশি বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে থাকে। যা দলটির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অবগত। তিনি বারবার বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেও নেতাকর্মীরা তা বারবার উপেক্ষা করে আসেন। এর ফলে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে সাধারণ মানুষের কাছে বিএনপির ইমেজ মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। তবে এ বিষয়ে কঠিন অ্যাকশনে যেতে শুরু করেছে বিএনপি। এর আগে ছাত্রদলের কয়েকজন নেতা নিয়ে বিতর্ক উঠায় জেলা ও মহানগর ছাত্রদলের উভয় কমিটি বিলুপ্ত করা হয়। সর্বশেষ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। শোনা যাচ্ছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও যেকোনো সময় বিলুপ্ত করা হবে। এছাড়া বিএনপির যেসব নেতাকর্মী নানান অনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন তাদের সবার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নিবে কেন্দ্রীয় বিএনপি। এর ফলে বিএনপি একাংশের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। তবে কেন্দ্রীয় বিএনপির এই পদক্ষেপে খুশি নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দলের নেতাকর্মীদের নানান ত্রæটি বিচ্যুতি রয়েছে। কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলকে নতুন করে গুছিয়ে আনতে হবে। তা না হলে সামনে ফের বিপদে পড়বে বিএনপি। এর আগে গত ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্ত¡র জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। এ নিয়ে এক জাতীয় গণমাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রাপ্ত ফলাফল ইতিবাচক নয়। সে জন্য কমিটি বাতিল করার সুপারিশ করা হয়েছে। ওই গণমাধ্যমে আরও উল্লেখ করা হয়, এই কমিটির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের মধ্যে অন্তর্দ্ব›দ্ব চলছিল। এর প্রভাবে সাংগঠনিক স্থবিরতা দেখা দেয়। এ ছাড়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জেলার শীর্ষস্থানীয় নেতাদের নামে দখলবাজির অভিযোগ ওঠে। বিশেষ করে জেলা সভাপতির বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে যায়। স¤প্রতি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নেতৃত্বে তদন্ত কমিটি হয়। কমিটির সুপারিশে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
অন্যদিকে, বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকেই জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টি, আধিপত্য বিস্তার করা থেকে শুরু করে নানান অভিযোগ উঠে। যা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হোন জেলা বিএনপির সর্বশেষ কমিটির দায়িত্বপ্রাপ্ত দুই নেতা। পাশাপাশি সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনার সঙ্গে ঝামেলার সৃষ্টি হয় বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে জেলা কৃষকদলের সদস্য সচিব কায়সার রিফাত। এ নিয়ে রিফাতের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন শাহেদ আহমেদ, মমিনুর রহমান বাবু, আয়েশা আক্তার দিনা। পাশাপাশি নিজেদের ব্যবসার ঝুট লুট হওয়ার বিষয়ে থানায় জিডি দায়ের করেন সাবেক কাউন্সিলর দিনা। পরবর্তীতে কায়সার রিফাতের পক্ষে এই তিন নেতার বিরুদ্ধে কোর্টে মামলার আবেদন করা হয়। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়া গত ৫ আগস্টের পর থেকেই সদ্য সাবেক সভাপতি গিয়াসের নাম ভাঙ্গিয়ে আকরাম ওরফে লোহা আকরাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদমজী ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ উঠে। এসব বিষয় ছাড়াও গিয়াসের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সম্পর্কে টানাপোড়েন ঘটে। প্রায়সময় তারা একে অপরের বিপক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখেন। এছাড়া সাংগঠনিক অদক্ষতা ও বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা