আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪৯

সাখাওয়াত-টিপু চ্যালেঞ্জের মুখে বিএনপির বিদ্রোহী গ্রæপ চাঙ্গা

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার কমিটিতে বিদ্রোহ শুরু হয়। কমিটির ৫জন যুগ্ম আহবায়ক সহ ১৪জন সদস্য বিদ্রোহ করেন। পরবর্তীতে বিদ্রোহী বিএনপির নেতারা মুলধারার বিরোধীতা করে পাল্টা কমিটি ঘোষণা করেন। মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের বিপরীতে সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বন্দর থানা/উপজেলা ও নারায়ণগঞ্জ সদর থানা কমিটি সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির বিদ্রোহী কমিটি ঘোষণা করেন। এদিকে জাকির হোসেন বিদ্রোহী বলয় থেকে পল্টি দিয়ে মুলধারায় ফিরলেও তার অনুমোদিত কমিটিগুলোর রাজনীতি সচল রয়েছে নারায়ণগঞ্জে। ২০২২ সালে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, হাজী নূর উদ্দীন মিয়া, আনোয়ার হোসেন আনু, এমএইচ মামুন, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা সহ মোট ৪১ সদস্য রয়েছেন। যাদের মধ্যে এমএইচ মামুন ও সদস্য মাহামুদুর রহমান মৃত্যুবরণ করেছেন। আতাউর রহমান মুকুল, গোলাম নবী মুরাদ ও শওকত হাসেম শকুকে বিএনপি বহিষ্কার করেছে। এর আগে নূর উদ্দীনের পদত্যাগ পত্র গৃহিত হলেও তিনি পরবর্তীতে মুলধারায় রাজনীতি করার চেষ্টা করেছেন। নেতাকর্মীরা জানান, এরি মাঝে সাখাওয়াত ও টিপু বন্দর থানা, উপজেলা, সদর থানা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করেছেন। যেখানে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির কমিটিতে সভাপতি আছেন শাহেন শাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সদর থানা বিএনপির কমিটিতে সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পূর্বে প্রতিটি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করেন সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু। এসব কমিটি গঠনের ক্ষেত্রে যেখানেই সাখাওয়াত ও টিপু কমিটি গঠন করেছেন সেখানেই পাল্টা কমিটি গঠন করেছেন জাকির হোসেন সহ ৫ জন যুগ্ম আহবায়ক ও মহানগর বিএনপির কমিটির অন্যান্য সদস্যরা। ২০২৩ সালের ৬ মার্চ বন্দর উপজেলা ও থানা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেন জাকির হোসেন সহ যুগ্ম আহবায়কেরা। বন্দর উপজেলা বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট ও বন্দর থানা বিএনপি ১০১ সদস্য বিশিষ্ট করে কমিটির অনুমোদন দেওয়া হয়। বন্দর উপজেলা বিএনপির বিদ্রোহী কমিটির আহবায়ক অ্যাডভোকেট বিল্লাল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লাকে করা হয় এবং সাবেক কাউন্সিলর হান্নান সরকারকে আহবায়ক ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুকে সদস্য সচিব করে বিএনপির বন্দর থানা বিদ্রোহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও একই বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিদ্রোহী কমিটিতে হাজী ফারুক হোসেনকে আহবায়ক ও আওলাদ হোসেনকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাকির হোসেন সহ আরো ৫ জন যুগ্ম আহবায়ক। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিদ্রোহী কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে ১৬ জনকে দায়িত্ব দেয়া হয়। নেতাকর্মীরা জানিয়েছেন, বিদ্রোহী গ্রæপের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন। স¤প্রতি তিনি বিদ্রোহী কমিটিগুলো গঠন করে এখন তিনি সাখাওয়াত ও টিপুর ছায়াতলে থেকে রাজনীতি করছেন। মহানগর বিএনপির বেশির ভাগ ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা আছেন বিদ্রোহী গ্রæপের সঙ্গে। বৃহত্তর অংশের নেতাকর্মীরা বিএনপির বিদ্রোহী হয়ে রাজনীতি করছেন। জাকির হোসেন এখন সাখাওয়াত ও টিপুর কর্মীতে পরিনত হয়েছেন। অথচ এর আগে তিনি বৃহত্তর অংশের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। তবে জাকির হোসেন সাখাওয়াত ও টিপুর অনুগামী হয়ে ওঠলেও বিএনপির বিদ্রোহী কমিটিগুলোর নেতাকর্মীরা রাজনীতিতে সচল ও সরব রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা