আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৪

জাকাতবোর্ডে যুক্ত হলেন হাতেম

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাকাত বোর্ড পুনর্গঠিত হয়েছে এবং এতে যুক্ত হয়েছেন বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। সেই সাথে কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন অনুযায়ী যাকাত বোর্ড পুনর্গঠন হয়েছে। এতে চেয়ারম্যান হন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান হয়েছেন একই মন্ত্রণালয়ের সচিব। ১৩ সদস্যের এ কমিটিতে আরও তিনজন অতিরিক্ত সচিব পদ মর্যাদার পাশাপাশি বিশ^বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক রয়েছেন। এছাড়া এ কমিটিতে দুইজন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। তারা হলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং পিএইচপি গ্রæপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। এর আগে গত ৯ নভেম্বর এক প্রজ্ঞাপনে পূর্বের যাকাত বোর্ড বাতিল করা হয়। এদিকে কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) পরিচালনা পর্ষদে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাতেম। ১৭ নভেম্বর বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগে পাঠানো স্মারকলিপিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে মোহাম্মদ হাতেমের নাম অন্তর্ভুক্তির পরামর্শ দেয়া হয়। যা পরে গৃহিত হয়। এ দু’টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নতুন আহŸায়ক কমিটিতেও যুক্ত হয়েছেন মোহাম্মদ হাতেম। এ কমিটির আহŸায়ক হলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই কমিটির অর্থ বিষয়ক উপ কমিটির আহŸায়কও হয়েছেন মোহাম্মদ হাতেম। স্থানীয় সচেতন মহলের মতে, যোগ্যতার মাপকাঠিতেই মূল্যায়ন করা হয়েছে মোহাম্মদ হাতেমকে। তারা মনে করেন, লোভ ও নষ্ট সাংবাদিকতা দিয়ে তাঁর যোগ্যতাকে খাটো করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ইতিমধ্যেই রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক সমাজ জেনে গেছে কী কারনে একজন নগ্ন সাংবাদিকতার মাধ্যমে মোহাম্মদ হাতেমকে টার্গেট করেছিলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা