
ডান্ডিবার্তা রিপোর্ট
জাকাত বোর্ড পুনর্গঠিত হয়েছে এবং এতে যুক্ত হয়েছেন বিকেএমইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। সেই সাথে কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন অনুযায়ী যাকাত বোর্ড পুনর্গঠন হয়েছে। এতে চেয়ারম্যান হন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান হয়েছেন একই মন্ত্রণালয়ের সচিব। ১৩ সদস্যের এ কমিটিতে আরও তিনজন অতিরিক্ত সচিব পদ মর্যাদার পাশাপাশি বিশ^বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক রয়েছেন। এছাড়া এ কমিটিতে দুইজন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। তারা হলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং পিএইচপি গ্রæপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। এর আগে গত ৯ নভেম্বর এক প্রজ্ঞাপনে পূর্বের যাকাত বোর্ড বাতিল করা হয়। এদিকে কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) পরিচালনা পর্ষদে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাতেম। ১৭ নভেম্বর বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিভাগে পাঠানো স্মারকলিপিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে মোহাম্মদ হাতেমের নাম অন্তর্ভুক্তির পরামর্শ দেয়া হয়। যা পরে গৃহিত হয়। এ দু’টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নতুন আহŸায়ক কমিটিতেও যুক্ত হয়েছেন মোহাম্মদ হাতেম। এ কমিটির আহŸায়ক হলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই কমিটির অর্থ বিষয়ক উপ কমিটির আহŸায়কও হয়েছেন মোহাম্মদ হাতেম। স্থানীয় সচেতন মহলের মতে, যোগ্যতার মাপকাঠিতেই মূল্যায়ন করা হয়েছে মোহাম্মদ হাতেমকে। তারা মনে করেন, লোভ ও নষ্ট সাংবাদিকতা দিয়ে তাঁর যোগ্যতাকে খাটো করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ইতিমধ্যেই রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক সমাজ জেনে গেছে কী কারনে একজন নগ্ন সাংবাদিকতার মাধ্যমে মোহাম্মদ হাতেমকে টার্গেট করেছিলো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯