
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবীতে বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে এ মানববন্ধনে অত্র উপজেলার ৫টি ইউনিয়ন থেকেই আগত বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণি পেশার নারী পুরুষরা অংশ নিয়েছেন। মানববন্ধনে উপস্থিত যুবকদের পক্ষ থেকে ফাহিম তার বক্তব্যে বলেন, ‘গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ রশিদ এবং ২ বারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এই দুই হেভীওয়েট প্রার্থীকে পরাজিত করেছেন। এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও লিয়াকত হোসেন খোকা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং তাদের হুমকি ধমকিকে মোকাবেলা করে মাকসুদ হোসেন ভোটারের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি’। সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, ‘জনগণের ভোগান্তির কথা ভেবে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এবং এর নির্মাণ কাজ চলছে। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের ২ পাশের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় কোন যানবাহন চলাচল করতে পারতোনা। সেখানে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও এরকম বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন’। ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, ‘এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসা সর্বক্ষেত্রে মাকসুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সহায়তা করে যাচ্ছেন এবং সকল কাজে উপস্থিত থেকে জনগণকে উৎসাহিত করে যাচ্ছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে মাকসুদ ভাইকে দ্রæত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে বহাল করার দাবী জানাচ্ছি’। এসময় অসংখ্য জনসাধারণ প্রায় ১ ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহাল করতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশেষ করে অন্তর্র্বতীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন উপস্থিতরা। এসময় অন্যান্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আঃ রহিম, বেলাল হোসাইন ও রুমা আক্তার বক্তব্য রাখেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯