আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫০

না’গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর মডেল থানার রেলী বাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তিনজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে শহরের গণবিদ্যা নিকেতন হাই স্কুলের প্রধান ফটকের সামনে পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলটি এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে আরও ৮-১০ জন ডাকাত পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ ডাকাতদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাবুরাইল এলাকার বাসিন্দা মো. ইমন, নয়ন এবং টানবাজার এলাকার বাসিন্দা হিরু মিয়া। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, স্টিলের সুইচ গিয়ার, লোহার তৈরি চাপাতি, ¯øাইড রেঞ্জ, লোহার শাবল, স্ক্রু ড্রাইভার, লোহার রড উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এটি একটি সংঘবদ্ধ ডাকাত দল ছিল। আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপজ্জনক অস্ত্র উদ্ধার করেছি। পলাতক অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা