আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৪৪

নারায়ণগঞ্জে নৌ ধর্মঘটে অচল নৌবন্দর

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চাঁদপুরের মাঝেরচরে মেঘনা নদীতে এমভি আল–বাখেরা জাহাজের সাত শ্রমিক হত্যার বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নৌ–নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো নৌশ্রমিকদের ধর্মঘট চলছে। এতে অচল হয়ে পড়েছে নৌবন্দর। গতকাল বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। শ্রমিকেরা জানান, নদীপথে ১৬টি পয়েন্টে দীর্ঘদিন যাবৎ ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাওয়া যায়নি। নৌযানশ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই বলে তাঁরা মনে করেন। নৌশ্রমিকদের কর্মবিরতির কারণে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজের চলাচল বন্ধ আছে। নদীর বিভিন্ন স্থানে জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ‘আমরা এই নৃশংস হত্যাকাÐের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে অন্য কারা জড়িত ছিল, সেটা বের করতে প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি। সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকদের নিরাপত্তা দাবি করছি। যাঁরা নিহত হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।’ গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচরে এমভি আল–বাখেরা জাহাজ থেকে পাঁচ শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নৌশ্রমিক হত্যার বিচার, আসল ঘটনা উদ্ঘাটন ও নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ পরিবারের কাছে প্রদানসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও নৌযানশ্রমিকেরা।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা