আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫১

হদিস নেই জেলা ও মহানগর আ’লীগের সভাপতি সেক্রেটারীর

ডান্ডিবার্তা | ২৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা এখনও বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গেছে। এখন তাদের অনেকেই শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে। ছাত্র হত্যায় অভিযুক্ত এসকল নেতাদের গ্রেপ্তারে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়নি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন শহরেই আছেন বলে জানা গেছে। নিজ বাড়িতেই আছেন আনোয়ার। বাড়ির বাইরে জরুরি প্রয়োজন ছাড়া বের হন না, ঘরেই সময় কাটাচ্ছেন তিনি। আনোয়ারের ব্যাবহৃত মোবাইল ফোনটি এখন সচল রয়েছে। ফোনের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন তিনি। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই শহরের নিজ বাসস্থানে আছেন। তার মোবাইল ফোনটিও সচল রয়েছে। মোবাইলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। আত্মগোপনে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পাঁচ আগষ্টের পর ছাত্র হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। এসকল মামলায় আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের বহু নেতা আসামি হিসেবে আছেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই নারায়ণগঞ্জ শহরে রয়েছেন বলে জানা গেছে। এসকল নেতাদের অনেকে শহরের ভেতরেই আত্মগোপনে আছেন। আওয়ামী লীগের অনেক নেতাই নিজের বাড়িতে অবস্থান করছেন। এছাড়াও নারায়ণগঞ্জের আশেপাশের জেলায় গিয়েও অনেকে আত্মগোপন করেছেন বলে জানা যাচ্ছে। রূপগঞ্জ আসনের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হলেও বিদেশে পালিয়েছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বাকি তিন এমপি। জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান দেশেই আত্মগোপনে আছেন। তবে এসকল সাবেক জনপ্রতিনিধিদের অনুসারীদের অনেকেই এখনও নারায়ণগঞ্জেই আছেন। ছাত্র আন্দোলনে এদের প্রায় সকলেই হামলা চালিয়েছে। সে সময়কার অনেক ছবি ও ভিডিওতে সেই প্রমানও রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা