
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ২০২৪ সালের আলোচিত ঘটনা ছিল গুলিতে শিশু রিয়া গোপের মৃত্যু। রিয়া গোপের পরিবারের কান্না আজো থামেনি। রিয়া গোপের মা-বাবা ধুকে ধুকে কাঁদছে। বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে থেকে গুলিবিদ্ধ হয়ে ছয় বছরের শিশু রিয়া গোপ মৃত্যুবরণ করেন। রিয়া গোপের মৃত্যুর ঘটনাটি বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আন্দোলন চলাকালীন সময়ে ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিলেন শিশু রিয়া গোপ। এসময় একটি গুলি এসে রিয়া গোপের মাথায় লাগে। পরবর্তীতে তাকে দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান রিয়া গোপ। এদিকে নিজের একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে পাগলপ্রায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। নয়ামাটি এলাকায় পাঁচতলা দ্বীনবন্ধু মার্কেটের পঞ্চম তলায় পরিবার নিয়ে থাকেন দীপক কুমার গোপ। দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। বিয়ের পাঁচ বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া। দেখতে পুতুলের মতো সুন্দর। এ বছরই রিয়া নয়ামাটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল। সেদিনের ঘটনার বর্ণনা দেন রিয়ার বাবা দীপক কুমার গোপ। বাড়ির সামনে খেলাধুলার জায়গা নেই। সেদিনও অন্যান্য দিনের মত ছাদের খেলছিল রিয়া। হঠাৎ ভবনের নিচে ও চারপাশে হৈচৈ, চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দ শুনে দৌড়ে ছাদে যান মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে তুলে নিতেই বুলেট এসে বিদ্ধ হয় রিয়ার মাথায়। মুহূর্তেই ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভিজে যায় পুরে শরীর। দ্রæত রিয়াকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানান চিকিৎসকরা। রিয়াকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বলা হয়, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। অস্ত্রোপচারের পর শনিবার পার হয়। রোববার ও সোমবার আইসিইউতে একটু একটু করে আঙুল নাড়ছিল রিয়া। স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বুধবার সকালের দিকে রিয়ার সে নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে রিয়া চলে যায় না-ফেরার দেশে। নারায়ণগঞ্জে আন্দোলনে ১৯ জুলাই ছিল ঘটনাবহুল দিন। এদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর সেসময় শহরে পুলিশের উপস্থিতি ছিলনা। শহরে আন্দোলনকারীদের দমাতে মাঠে নামেন শামীম ওসমান। এসময় তার সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শতশত নেতাকর্মী ছিলেন। প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক অস্ত্র। আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করতে করতে শহরের ডিআইটি এলাকা হয়ে নয়ামাটির দিক পর্যন্ত যান শামীম ওসমান ও তার অনুসারীরা। সন্ধ্যার আগে পুলিশ মাঠে ছিল না। শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনীর গুলি শেষ হয়ে আসলে একসময় তারা পিছু হটে। পরবর্তীতে মাঠে নামে পুলিশ। ধারণা করা হয়, এদিন সশস্ত্র হামলার গুলিতেই রিয়া গোপের মৃত্যু হয়েছিল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯