আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:১২

বন্দরে গুলি বিনিময়ের ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি

ডান্ডিবার্তা | ৩০ ডিসেম্বর, ২০২৪ | ৭:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নবীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপ স্থাপনে বাধা দেওয়ার জের গোলাগুলির ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি অস্ত্রধারী সন্ত্রাসী সৌরভ,পাপ্পু ও অজিত গং। সন্ত্রাসীরা অধরা থাকায় জনমনে আতংক কাটছেনা। এ ঘটনাকে ঘিরে নবীগঞ্জ বড় বাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সন্ত্রাসীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় এলাকাবাসী অজানা সংশয়ে ভুগছে। যে কোন মুহুর্তে বড় ধরণের অপ্রীতিকর ঘটনার আশংকা করছে স্থানীয়রা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বাসিন্দা জানান, সৌরভ, পাপ্পু ও অজিত নিজেদেরকে আবুল কাউছার আশার নাম বিক্রি করে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড়, বাগবাড়ি থেকে শুরু করে বন্দর ১নং খেয়াঘাট, একরামপুর, পৌরসভার মোড়, রাজবাড়ী, শাহী মসজিদ বাবুপাড়াসহ বিভিন্ন এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলেছে। এর আগে তারা বন্দর ১নং খেয়াঘাট দখল করে নিরীহ হকার এবং সিএনজি ও অটোচালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজী করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। তাছাড়া রনি ওরফে জঙ্গী রনি কয়েক মাস আগে র‌্যাবের কাছে ধরা পড়ে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক সিএনজি চালক জানান, পাপ্পু ও অজিত, বিগত আওয়ামীলীগের শাসনামলে কথিত যুবলীগের সন্ত্রাসী খান মাসুদের শেল্টারে নানা অপকর্ম চালাতো। ৫ আগষ্ট পট পরিবর্তণের পর পরই তারা জার্সি বদল করে হয়ে যায় নামধারী বিএনপি নেতা আবুল কাউছার আশার নাম বিক্রি করে অপকর্ম করে ড়োচ্ছে এমন অভিযোগ স্থানীয় দের। এদের অবাধ অপকর্মের কারণে বন্দরের নবীগঞ্জ হতে বন্দর খেয়াঘাটসহ আশ পাশের সবকটি মহল্লার সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। ভুক্তভোগী জন সাধারণ অনতিবিলম্বে এ সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ ব্যপারে আবুল কাউসার আশা বলেন, আমার কাছে কোন অস্ত্রধারী সন্ত্রাসীর স্থান নেই। আমি বিএনপির রাজনীতি করি। যদি কেহ আমার নাম বিক্রির করে অপকর্ম করে এর দায় আমি নেব কেন? আর ঐদিনের ঘটনায় গুলি বিনিয়মের কথা সঠিক নয়। আমার এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। তবে ড্রেজার পাইপ স্থাপন নিয়ে এলাকায় কথাকাটাটি হয়েছে এমনটা আমি শুনেছি। আর আওয়ামীলীগের দোসররা আমার বদনাম করার জন্য পরিকল্পিত ভাবে তারা ষড়যন্ত্র করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা