আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫০

বায়ু দূষণ রোধে আড়াইহাজারে ইটভাটায় অভিযান

ডান্ডিবার্তা | ০২ জানুয়ারি, ২০২৫ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বায়ু দূষণ আড়াইহাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন‘র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহমুদ ও পরিদর্শক টিটু বড়ুয়াসহ জেলা পুলিশের একটি উপস্থিত ছিলেন। অভিযানে ‘মেসার্স এএমবি ব্রিকস’ নামে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটায় সকল কার্যক্রম বন্ধ করা হয়। পরবর্তীতে ইট ভাটা চালু করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপ পরিচালক এএইচএম রাসেদ জানান, বায়ু দূষণ বন্ধে বুধবার আড়াইহাজারে অভিযান পরিচালনা করা হয়। মেসার্স এএমবি ব্রিকস নামে এক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সেই সাথে পরবর্তীতে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরও জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা