
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জের কর্নগোপস্থ সজিব গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেড কারখানাটি প্রায় ৪বছর লাইসেন্স নবায়ন না করেই বিভিন্ন পন্য সামগ্রী উৎপাদন করছে। ঝুঁকিপূর্ন ভবনেই পন্য উৎপাদন চলছে। মালিক কোন আইনকেই তোয়াক্কা করছে না। এমনকি প্রশাসনের অনুমতি নেয়ারও প্রয়োজন মনে করছে না। সরকারী কোন দপ্তরেরই লাইসেন্স গ্রহন না করেই দিনরাত ২৪ ঘন্টাই কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। বিগত ২০২১ সালে জুলাই মাসে অগ্নিকান্ডের ঘটনায় ৫৪ জন শ্রমিকের মৃত্যুর পর কারখানাটি প্রায় ৩ মাস উৎপাদন বন্ধ ছিল। দূর্যটনা পরবর্তী তদন্ত কমিটির তদন্ত শেষ না হতেই কাউকে না জানিয়ে গোপনে পন্য উৎপাদন শুরু করে দেয়। কারখানায় শ্রমিক নিয়োগ দেয়ার পাশাপাশি পন্য সামগ্রী পুরোদমে উৎপাদন করতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় ৪ বছর ধরেই কারখানা কর্তৃপক্ষ সরকারী বিভিন্ন দপ্তরের লাইসেন্স নবায়ন ছাড়াই কারখানার উৎপাদন কার্যক্রম চালু করে রেখেছে। কারখানার কয়েকটি ভবন ঝুঁকিপূর্ন হবার পরও ঐ সকল ভবনে উৎপাদন অব্যাহত রয়েছে। প্রশাসনসহ সরকারী কোন দপ্তরকেই তোয়াক্কা করছে না। মালিক প্রভাবশালী হওয়ায় আইন তাদেরকে ছুঁতে পারছে না। অগ্নি দূর্যটনা পর কারখানাটি বন্ধের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। কারখানার অভ্যন্তরে নির্মিত ভবনগুলো স্থানীয় কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি। ভবনগুলো নির্মানে কোন বিল্ডিং কোড মানা হয়নি। মালিকপক্ষ অনিয়ম ও প্রভাব খাটিয়ে সরকারী দপ্তরগুলোকে না জানিয়ে ইচ্ছামত সম্প্রসারন করেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের অফিস সূত্র থেকে জানা যায়,সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়–য়া অসাধু উপায়ে ২০২১-২০২২ সালে ৩০ জুন পর্যন্ত কারখানার লাইসেন্স নথিতে পরিদর্শকের সুপারিশ ছাড়াই লাইসেন্স নবায়ন করে দিয়ে ছিলেন। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ শাহ আলম অসাধু উপায়ে হাসেম ফুডস লিঃ কারখানার লাইসেন্সটি ২০২১-২০২২ সালের ৩০ জুন পর্যন্ত লাইসেন্স নবায়ন করে দিয়ে ছিলেন। ঐ জুন মাসেই কারখানায় ২ বার আগুন লাগার ঘটনা ঘটলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি। এমনকি কারখানার মালিকের বিরুদ্ধে তিনি কোন আইনগত ব্যবস্থা নেয়নি। কারখানায় অগ্নি ঝুঁকি থাকা সত্তে¡ও বছরের পর বছর লাইসেন্স নবায়ন করে দিয়েছেন। কারখানার মালিক অগ্নি দূর্যটনার পরেও সরকারী কোন দপ্তরেরই লাইসেন্স গ্রহন না করেই কারখানায় উৎপাদন চলছে। লাইসেন্স ছাড়া কারখানা কিভাবে চালু করেছে তা কেউ বলতে পারছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মালিকপক্ষ লাইসেন্স নবায়নের জন্য কোন আবেদনও করেনি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রূপগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত দুইজন কর্মকর্তা সহকারী মহাপরিদর্শক(স্বাস্থ্য) মো.আসাদুজ্জামান রনি ও শ্রম পরিদর্শক(সাধারণ) মো.খালিদ হাসান কারখানাটি পরিদর্শন করেছেন। কারখানায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলেও এই দুই কর্মকর্তা মালিক পক্ষের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। তবে লাইসেন্স নবায়ন না থাকলেও হাসেম ফুডস লিমিটেড কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ন ভবনেই বিভিন্ন পন্য উৎপাদন চলছে। দেখার জন্য যেন কেউ নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯