
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ড ছিলো নাম ওয়াস্তে। আওয়ামীলীগের নেতৃবৃন্দ ব্যতিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকটা নীরব রাজনীতিতে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিল। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রভাব এতটাই বেশি ছিল যে তাদের অবস্থান নিয়ে কোন দলই টিকে থাকতে পারত না। অথচ, আওয়ামীলীগের সেই ঘাঁটির অস্তিত্ব বীলিন হতে সময় লেগেছে মাত্র কয়েকাঘন্টা। তারা এখন পলাতক দলে পরিনত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দলীয় প্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। আওয়ামী নেত্রী পালানোর পর পরই জপলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দসহ তাদের দোসররাও আত্মগোপনে চলে যান। চলে গেছেন জেলার সব নেতাসহ সহযোগী সংগঠন ও তৃণমূলের দায়িত্বশীল নেতারা। দলটির সর্বস্তরের নেতাকর্মীর বিশ্বাস ছিল আওয়ামী লীগ সভাপতি পরিস্থিতি অনুক‚লে নিয়ে আসবেন। এত দ্রæত প্রতিক‚ল পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেউই তা ভাবতে পারেননি। হতাশায় আচ্ছন্ন কর্মী-সমর্থক ও অনুসারীরা। নিরাপত্তাহীনতাও প্রবলভাবে ঝেঁকে বসেছে তাদের ভেতরে। নেতাদের দিকনির্দেশনা না পাওয়ায় দিগ্বিদিক ছোটাছুটি করছেন কর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে দিকনির্দেশনা পেলে প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা দেখাচ্ছেন কর্মী-সমর্থক গোছের সাধারণরা। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ নীরব থাকায় কর্মী পর্যায়ের অভিব্যক্তি এমন পাওয়া গেছে, নিজেদের রাজনৈতিক এতিম বলে মনে হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিন দিন আগেও জেলার নেতাদের নির্দেশে যেসব কর্মী মাঠে সক্রিয় ছিলেন, নির্দেশনার অভাবে অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন তারা। একই সঙ্গে সামনে আরও হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে তাদের। দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। অসংখ্য নেতাকর্মী নিহত হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে। এতে আতঙ্কে নেতাদের পাশাপাশি কর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন। একই সঙ্গে নেতারা গ্রেপ্তার আতঙ্কেও আছেন। দুজন মধ্যম সারির নেতা বলেন, আমাদের আওয়ামী লীগ নেতাদের ধরপাকড় শুরু হয়ে গেছে। সে সাথে দেওয়া হচ্ছে একের পর এক মামালা। এ কারণে অনেকে দেশত্যাগ করেছেন আর যারা দেশত্যাগ করতে পারেননি তারাও চেষ্টা করছেন। দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগের পাশাপাশি গণপিটুনিতে হত্যাকান্ড অব্যাহত রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের পরিচয় জানলেই গণপিটুনির শিকার হতে হচ্ছে। এ ছাড়া বাসাবাড়ি লুটপাটও করা হচ্ছে আওয়ামী লীগের চেনাজানা নেতাদের। বিনা বাধায় ব্যবসা-বাণিজ্য, দোকানপাট ও বাড়ি-গাড়ি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে গত কয়েক দিনে। ফলে বেঁচে থাকার তাগিদেই আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা সংকটে আত্মগোপনে চলে যান, কর্মীদের খোঁজ-খবর রাখেন না তাদের নেতা বানানোর পরিণতিই বরণ করতে হয়েছে আজকে। অযোগ্য-অথর্ব নেতাদের পদ দিয়ে, জাতীয় নেতা ও মন্ত্রী বানিয়ে কী লাভ হলো? দল যখন সংকটে আত্মগোপনে থেকে হলেও কর্মী-সমর্থদের দিকনির্দেশনা দেওয়ার মতো সাহস না থাকলে কীভাবে দল চলবে সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে নারায়ণগঞ্জের সব নেতাই মোবাইল নাম্বার বন্ধ রেখেছেন, পরিবর্তন করে নতুন নাম্বার নিয়েছেন। নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে বসে আছেন। দেশত্যাগের সুবিধা খুঁজছেন টাকাওয়ালা নেতারা। কর্মী-সমর্থকের নিরাপত্তার কথা একবারও চিন্তায় আনেননি। নেতাদের দিকনির্দেশনাহীন রেখে গত কয়েকমাসে আওয়ামী লীগের অবস্থা হয়েছে নিষিদ্ধ সংগঠনের মতো। রাজনীতিতে সংকট আসবে পালাতে হবে, আত্মগোপনে থাকতে হবে এগুলো সবই রাজনৈতিক কৌশলের অংশ। কিন্তু কোটি কোটি কর্মী-সমর্থকের জন্য ভবিষ্যৎ দিকনির্দেশনা রেখে যাবেন না এটা রাজনীতির কোনো কৌশল হতে পারে না। এদিকে এ পরিস্থিতিতে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের মাঠপর্যায়ে নেতাকর্মীরা আর্থিক সংকটে পড়তে শুরু করছেন বলে জানা গেছে। তাদের অনেকেই টাকাপয়সার জন্য নেতাদের মোবাইলে খুদে বার্তা দিলেও কোনো উত্তর পাননি। এতে তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে বলে জানা গেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯