আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৮

ফরিদপুরে মাইক্রোবাসের সংগে ট্রেনের ধাক্কায় না’গঞ্জের ৫জন প্রাণ হারায়

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের (হাইস-১২-১৩৩২ ঢাকা মেট্রো- চ) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার মুন্সীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি ও আবু সাঈদ ভূঁইয়ার স্ত্রী আতিফা রহমান (৩৬), সাঈদের চাচতো বোন, ভগ্নিপতি ও বন্দর উপজেলার দড়ি সোনারকান্দা এলাকার আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তাজসুমা(৩০)। এছাড়া আহত হয়েছে, খুলনা আটরা ফকির পাড়া এলাকার শাহ আলমের ছেলে ও মাইক্রোবাসের ড্রাইভার নাজমুল (৩৩), বন্দর উপজেলার বজলুর রহমানের ছেলে সাদিরা আফরিন (৩০), ফরিদপুর কোতোয়ালী গেরদা এলাকার শেখ জালালের ছেলে শেখ জিন্নাহ (৬০) ও তাসরিন (১৬) (অজ্ঞাত)।জানা গেছে, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এখানে অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় রেলবিভাগের কোনো তত্ত¡াবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি (হাইস-১২-১৩৩২ ঢাকা মেট্রো- চ) গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান। ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন বলেন, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে নিহতদের লাশ এসে পৌছেছে নারায়ণগঞ্জে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকা, তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে ভূঁইয়া বাড়িতে। ভেতর থেকে বের করা হয় মরদেহ। দুর্ঘটনার পর থেকেই এ বাড়িতে শোকাবহ পরিবেশ। এলাকাবাসীর মধ্যেও শোক ছড়িয়ে পড়েছে। ভাই হারানোর শোকে কাঁদছিলেন নিহত মামুনের ছোটভাই সেলিম চৌধুরী। সাথে থাকা সেলিমের বন্ধু শামীম জানান, ভোরে ব্যক্তিগত দু’টো গাড়িতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন ১০ জন। পদ্মা সেতু পেরিয়ে সড়কে দাঁড়িয়ে খেজুরের রসও খেয়েছিলেন তারা। পরে ফেরার পথে দুটি গাড়ির মধ্যে একটা গাড়ি সামনে এগিয়ে গেলেও পেছনে থাকা মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। মামুন নারায়ণগঞ্জের ফোর নিটওয়্যার লিমিটেডের সত্ত¡াধিকারী। তার নবম শ্রেণি পড়ুয়া কন্যা মাবিন চৌধুরী তাজরীনও (১৩) এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানান স্বজনরা৷

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা