আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২০

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে কাঁচা বাজার বসিয়ে চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ০৮ জানুয়ারি, ২০২৫ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে কাঁচা বাজার বসানো হয়েছে। এতে সড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। ফলে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ পথচারীরাও। সরজমিনে ঘুরে দেখা যায়, ব্যাস্ততম উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বসেছে বিভিন্ন হাট-বাজার! হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় দীর্ঘদিন মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে বাণিজ্য করছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের ভোগান্তি হলেও নীরব ভূমিকা স্থানীয় প্রশাসনের। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মহাসড়কের এক পাশের একটি লেনের প্রায় ৩০০ ফুট দীর্ঘ এলাকা দখল করে মাছ, তরকারি ও কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেন দোকানদাররা। দোকানিরা এসব ব্যবসা করার বিনিময়ে দৈনিক বা মাসিক হারে ভাড়া পরিশোধ করলেও কার কাছে ভাড়া দেয়া হয়- তা বলতে চান না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহাসড়কের উপর কাঁচা বাজার বসিয়েছে। এছাড়াও সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, এ বিষয়টি আমাদের অবগত আছে। তবে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অপরদিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি অহিদ মোর্শেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান চালিয়ে যাচ্ছি। ফুটপাতে কোন ধরনের দখল বা চাদাঁবাজি হতে দেয়া হবে না। আমরা এ ব্যপারে কঠোর ভূমিকায় থাকবো। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা