
ডান্ডিবার্তা রিপোর্ট
ত্বকী হত্যার বিচারের দাবীতে সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদত ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, এড.আওলাদ হোসেন প্রমুখ। এসময় রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দুঃশাসনের মধ্যে আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তারা অনেক তৎপর হয়ে উঠেছিলো। ৬জনকে গ্রেফতার করেছে, ১জনের জবানবন্দি নিয়েছে। আমরা মনে করেছিলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। কিন্তু এই হত্যাকান্ডের বিচার শুরু হলেও আশানুরূপ অগ্রগতী লক্ষ্য করলাম না। নিজেদের করা অত্যাচার-নির্যাতনের কারণে ওসমান পরিবারে পালিয়ে গেছে। তবে, তাদের হাজার হাজার দোষর, যারা তাদের হয়ে অপকর্মগুলো করতো; তারা কেউই বিচারের আওতায় আসে নাই। এদের মধ্যে অনেকেই বিএনপির সাথে মিলে তাদের টাকা দিয়ে হেফাজতে থাকছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ছিলো সে মামলা বানিজ্য শুরু করেছে, বিএনপির অনেকেই করছে। যে কাউন্সিলর ওসমান পরিবারের সাথে এক মঞ্চে উঠে জিন্দাবাদ ¯েøাগান দিয়েছে সে এখন হত্যা মামলায় বানিজ্য শুরু করেছে। আর তার টার্গেট হচ্ছে ব্যাবসায়ী ও হিন্দু স¤প্রদায়। তিনি আরও বলেন, বিএনপির অনেকেই শুরু করেছে মামলা বানিজ্য। আর সিটি কর্পোরেশনের কয়েকজন শুরু করেছে নিয়োগ বানিজ্য। নিয়োগ দিয়ে দুই-পাঁচ লাখ টাকা করে নিচ্ছে। প্রশাসকের পিএস ও সিইও সম্পর্কেও এই অভিযোগ রয়েছে। এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটা লুটেরা দেশ কি আমরা দেখতে চেয়েছিলাম। যে ওসমান পরিবারের পর আরেকটি মাফিয়া গডফাদার তৈরি হবে। বিএনপির কেন্দ্রীয় নেদাতের বলছি আপনারা আপনাদের দলের চাজাবাজ ও মামলাবাজদের বিরত রাখার উদ্যোগ নেন। নয় তো নারায়ণগঞ্জে কি হয় আপনারা জানেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯