আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫১

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৫ | ৮:৫৮ পূর্বাহ্ণ

প্রেসবিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বী। সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম ও একেএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ড. রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক এড. মোস্তফা করিম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, রফিকুল ইসলাম রফিক, প্রণব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, মো. সাইফুল ইসলাম সায়েম ও মোঃ গোলাম রাব্বানী শিমুল প্রমুখ। নারায়ণগঞ্জে যোগদানের পর গত দেড় বছরে জেলা প্রশাসকের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। প্রতি উত্তরে জেলা প্রশাসক বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত কাজ করার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলাসহ কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য চেষ্টা করেছি সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র নেতা ও সাংবাদিকদের সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কতটুকু সফল হতে পেরেছি সেটার মূল্যায়ন আপনারা করবেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সাংবাদিকদের সহযোগীতার কথা তুলে ধরে বলেন, আমি চেষ্টা করেছি এ জেলার উন্নয়নে কাজ করতে, আপনাদের সবসময় পাশে পেয়েছি। যেখানেই থাকি না কেন, নারায়ণগঞ্জের মানুষের কথা আমার মনে থাকবে। পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী এই জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, জেলা প্রশাসক মাহমুদুল হক গত দেড় বছর নারায়ণগঞ্জে কর্মজীবন শেষে আগামীকাল (মঙ্গলবার) নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের কাছে দায়িত্বভার হস্তান্তর করে বিআইডবিøউটিসি’র পরিচালক হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা