
মতিউর রহমান চৌধুরী
বাংলাদেশের সাংবাদিকতা এখন নানা চ্যালেঞ্জের মুখে। জনমানুষ আস্থা হারিয়েছে অনেক আগেই। এখন বলতে গেলে অস্তিত্ব সংকটে। ডিজিটাল জমানায় সাংবাদিকতা হরেক রকমের। এর কারণে প্রিন্ট মিডিয়া এমনিতেই প্রচÐ চাপের মধ্যে রয়েছে। টিভি সাংবাদিকতা বাংলাদেশে শুরু থেকেই নিয়ন্ত্রিত। সরকার লাইসেন্স দেয় বলে সত্য প্রকাশ বন্দী তাদের আদালতে। দু’ একটা ক্ষেত্রে ব্যতিক্রম হলেও এজন্য কড়া মূল্য দিতে হয়। সরকার আসে, সরকার যায়। অব্যাহত থাকে একই ধারা। কোনো কোনো ক্ষেত্রে আরো খারাপ হয়। ফলে টিভি সাংবাদিকতার সত্যিকার বিকাশ ঘটেনি বাংলাদেশে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য এর জন্য অনেকখানি দায়ী। রাজনৈতিক বিভাজন সাংবাদিকতাকে এক বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। স্বাধীনতার পর কিছুদিন কালোকে কালো বলার চেষ্টা ছিল। অল্পদিন পরেই হঠকারিতা যোগ হলো। এরপর থেকে সাংবাদিকতার নিয়ন্ত্রক হয়ে গেল সরকার। অসহায় আত্মসমর্পণ দেখে প্রয়াত সাংবাদিক গুরু ফয়েজ আহমেদ লিখেছিলেন, ‘সত্য বাবু মারা গেছেন’। গণতন্ত্রের চর্চা না থাকায় আজকের এই পরিস্থিতি। ৫৩ বছরের বাংলাদেশে নির্ভেজাল গণতন্ত্রের চর্চা কখনো হয়নি। শুরুতে কথায় কথায় চাকরি যাওয়ার প্রবণতা এতোটাই বেশি ছিল যে, গেটে নোটিশ দেখে সাংবাদিকরা অফিসে ঢুকতেন। একদলীয় শাসন, সেনা শাসন, জরুরি শাসন ও কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের বেশির ভাগ সময় কেটেছে। এখন আবার অন্তর্র্বতী শাসন। মাঝে-মধ্যে গণতান্ত্রিক শাসনের চর্চা হলেও মানসিকতার পরিবর্তন না হওয়ায় পরিস্থিতি পাল্টায়নি। এক পর্যায়ে সাংবাদিকরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছিলেন। আগে দল। পরে সাংবাদিক। এতে করে সাংবাদিকদের আত্মপরিচয়টাই প্রশ্নের সন্মুখীন হয়। এজন্য এককভাবে শাসকদের দায়ী করা চলে না। আমরা নিজেরাই ‘প্রাপ্তির’ কাছে আত্মসমর্পণ করেছি। এতে করে শাসকেরা দানবে পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা সাহসী হয়েছি। এখনো এই ধারা অব্যাহত। বাংলাদেশের সাংবাদিকতা অতীতনির্ভর। বর্তমান নিয়ে কেউ ঘাঁটাঘাঁটি করতে চান না। কারণ এতে নাকি বিপদ বেশি। কারা আলিঙ্গন করলো এই বিপদকে? সাংবাদিকদের মধ্যকার বিভেদ শাসকদের এই সুযোগ করে দিয়েছে। এমনকি অন্তর্র্বতী জমানায় একই অবস্থা। একজন পশ্চিমা ক‚টনীতিক বহু বছর আগে আমাকে বলেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট মুহূর্তেই মিটে যেতে পারে। প্রশ্ন করেছিলাম- কীভাবে? তার জবাব, বাংলাদেশের সাংবাদিকরা যদি একযোগে সাদাকে সাদা বলতে শুরু করেন তাহলে এই পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যাবে। দেশটা বেঁচে যাবে, গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে। রাজনীতিকরা এ থেকে একটা বার্তা পাবে। দেশের জনগণের কাছেও পৌঁছাবে এই বার্তা। সাংবাদিকদের পাশে দাঁড়াবে জনগণ। বিদায় নেবে খারাপ রাজনীতি। আত্মসমালোচনা দরকার। পর্যালোচনা করা দরকার আমরা কেন নিজেদেরকে এই বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছি। কিছু সুবিধার জন্য এই মহান পেশাটিকে কলঙ্কিত করেছি। এতে ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধা হতে পারে। আখেরে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জাতি। আজ যখন দেখি পালাবদল ঘটছে চারদিকে তখন রীতিমতো আতঙ্কিত হই, ভবিষ্যতের কথা ভেবে। আবারও তো একই ঘটনা ঘটবে। আগে সাংবাদিকরা জেলে যেতেন সাংবাদিকতার জন্য। এখন গায়ে দুর্নীতির রং লেগেছে। এতে গোটা সাংবাদিকতার রং ফ্যাকাশে হয়ে গেছে। ডিজিটাল সাংবাদিকতা আশার সঞ্চার করেছিল। মানুষ প্রচÐ আশাবাদী হয়ে উঠেছিল। এবার বুঝি সাংবাদিকরা আয়নায় নিজেদের ছবি দেখতে পাবেন। সেখানেও ভেজাল ঢুকে গেছে। হঠকারিতা আর দলবাজির কারণে মানুষ আর নির্ভরশীল হতে পারছে না। আগামী দিনের বিপদটা সম্ভবত এখানেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় অধ্যাপক রোবায়েত ফেরদৌস যথার্থই বলেছেন- এখন সময়ের দাবি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা। যাইহোক, কাঁটাতারের বেড়া দিয়ে যেমন বন্ধুত্ব হয় না ঠিক তেমনি সেলফ সেন্সরশীপ রেখে সাংবাদিকতাও হয় না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯