
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের অপরিকল্পিতভাবে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এখানে তুলনামূলক ভাবে জনসংখ্যাও বেশি। শুধু রপ্তানিমুখী আদমজী ইপিজেডেই প্রায় লাখের কাছাকাছি শ্রমিকের কর্মস্থল। ফলে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ। চারপাশে শিল্পপ্রতিষ্ঠান আর বাড়িঘরের কারণে প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে। প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে আর নগরবাসীকে হাতিরঝিলের পরিবেশ উপহার দিতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল সিটি করপোরেশন। এসব প্রজেক্টের একটি ছিল সিদ্ধিরগঞ্জ লেক। সবশেষ ২০১৮-১৯ অর্থবছরে পুনঃখনন, সড়ক, ড্রেন, ওয়াকওয়ে ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ হাতে নেওয়া হয়। এরপর ২০১৯ সালের ১১ ফেব্রæয়ারি ও ৩ মে দুই ধাপে তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পের কাজের উদ্বোধন করেন। নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গলাকাটা পুল থেকে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারপুল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সৌন্দর্যবর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং লেকটির ওপর মোট ছয়টি সেতু নির্মাণে ৩৫ কোটি ৮৪ লাখ ব্যয় নির্ধারণ কর হয়। মূলত জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত¡াবধানে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ নেওয়ার বছরখানেকের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার কথা ছিল। পরে করোনা মহামারি আর অভ্যন্তরীণ ঝামেলার কারণে সেই কাজের মেয়াদ ২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু তা অতিবাহিত হয়ে ২৫-এ পা রেখেছে দেশ। তবুও লেকের কাজ সম্পূর্ণ শেষ করতে পারেনি সিটি করপোরেশন। সিটি করপোরেশনের তথ্যমতে, এখন পর্যন্ত পুরো প্রকল্পের ৩.৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় রয়েছে লেক খননে সাড়ে পাঁচ কিলোমিটার, আরসিসি ড্রেন তৈরিতে চার কিলোমিটার, আরসিসি সড়কে সাড়ে পাঁচ কিলোমিটার, সিসি বøক দিয়ে খালের পাড় বাঁধাই, ডিভাইডার ওয়াল নির্মাণে সাড়ে পাঁচ কিলোমিটার, একটি অ্যাম্ফিথিয়েটার, নৌকা চালনার ৯টি ঘাট, তিনটি ভাসমান মঞ্চ, তিনটি ওয়াটার গার্ডেন, তিনটি ঝুলন্ত বাগান, ৯টি পাবলিক টয়লেট, দুটি ফোয়ারা, দুটি ওয়েটিং শেড, ১৫টি প্লান্টার বক্স, ২৮টি ডাস্টবিন, সড়কবাতি সিঙ্গেল ২৮টি এবং ডাবল ১৮২টি, দোলনা ছয়টি, সুইং ¯øাইড দুটি, সাতটি ঢেঁকিকল, সেতুর মই তিনটি, ১৩২টি সিটিং বেঞ্চ, তিনটি আরসিসি সেতু এবং তিনটি ফুটওভার ব্রিজ। লেকের কাজটি শুরুর হওয়ার পর থেকে হাতিরঝিলের আদলের এই প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছেন নগরবাসী। এটি এখন বিনোদন স্পটে পরিণত হয়েছে। লেকে হাঁটতে আসা সালাম নামের এক যুবক বলেন, ‘প্রকল্পটি পাশ হওয়ার পর যেভাবে বলা হয়েছিল তার কিছুই দেখতে পেলাম না। এক বছরের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। আমরা নিয়মিত এই লেকে হাঁটি-আড্ডা দেই। আমরা চাই লেকের কাজটি সম্পন্ন হোক। তাতে আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারব।’ জামাল নামের আরেকজন বলেন, ‘ডিএনডি লেকের কাজ অর্ধেক করেই আটকে রাখা হয়েছে। কাজটি শেষ হলে আমাদের অনেক উপকার হতো। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার আজগর হোসাইন বলেন, প্রকল্পটি ৫ দশমিক ২ কিলোমিটারের। এরমধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি মূলত জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে ছিল। হঠাৎ জাইকা তা বন্ধ করে দেওয়ায় কাজটি শেষ হয়নি। এখন বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু নতুন করে বাজেটের পর শেষ করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯