আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৮

জনগণ নারায়ণগঞ্জের মাটিতে আর কোন খেলা হতে দিবেনা

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর শহরের ইসদাইর এলাকায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন নারায়ণগঞ্জের মাটিতে ফাকাঁ বুলি বহু দিয়েছেন, যারা বলে খেলা হবে তারা আজ কোথায়? জনগণ নারায়ণগঞ্জের মাটিতে আর কোন খেলা হতে দিবেনা। উক্ত সভায় নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সদর পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদের সদস্য সাঈদ তালুকদার প্রমূখ। সভায় প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কর্মীদের উদ্যেশ করে বলেন আগামীর নির্বাচনে ন্যায় পরায়ণ, আল্লাহভীরু, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহবান জানান। আগামী ৭ ফেব্রæয়ারি মহা সমাবেশকে সফল করার আহবান জানান। উল্লেখ্য ৭ ফেব্রæয়ারী ওসমানী পৌর স্টেডিয়ামে জামায়াতের আমির জননেতা ডা: শফিকুর রহমান আগমন করবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা