
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আপনার মনের ভেতর যা আছে তাই ধর্ম। সকলের মনের ভেতর স্রস্টার প্রদত্ত দয়া, ভালোবাসা ও শ্রদ্ধাই হল পরম ধর্ম। কোন ধর্মই কারো একার কথা বলেনি, সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্র ও রামচন্দ্র’র আবির্ভাব হওয়া এ পৃথিবীতে শান্তির বার্তা ও মানুষের মঙ্গলের জন্য হয়েছে। আমি সকল ধর্মের সকল ধর্ম জাতকদের শ্রদ্ধা করি। কারণ, তারা মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করেন। আমি প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আপনাদের সকল সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেবো। গতকাল শনিবার রাতে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মাদল দেব বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ, শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহŸায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু), মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা (অধ্বর্য্যু), ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল ও সদস্য সচিব শ্রী নিতাই রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯