
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদার মানবতাবিরোধী অপরাধ করেছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রশাসনকে বলতে চাই অনেক মামলা হয়েছে। আমরা বলি না কোন দলে সবাই খারাপ বা সবাই ভাল। সব দলেই ভাল বা খারাপ রয়েছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। যারা নিরপরাধ তাদের প্রতি যেন অন্যায় না করা হয়। অনেক ভাল লোক অনেক দলে আছে, হয়ত সন্ত্রাসীদের জন্য ভাল কাজ করতে পারিনি। এই অন্যায় করেছে শেখ হাসিনা। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জে বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, মানুষ চায় তারা ভোট দিয়ে তাদের পছন্দমত লোকদের নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে। বিএনপি এখন ক্ষমতায় নেই। মানুষের এই প্রত্যাশা অন্তর্র্বতীকালীন সরকারকে পূরণ করতে হবে। মানুষ তাদের কাঙ্খিত ফলাফল পাচ্ছে না, তাই তারা আজ হতাশ। আর ফ্যাসিস্টরা লুট করে নিয়ে যাওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছে আমরা যেন এ সরকারকে সহযোগীতা করি। সেই সহযোগীতা অব্যাহত রয়েছে। কিন্তু আমরা আশংকা করছি অন্তর্র্বতীকালীন সরকার দেরি করে ফেললে স্বৈরাচার মানুষের মুখ দিয়ে বের করাবে আগেই আমরা ভাল ছিলাম। তাই আমরা আহŸান জানাই অবিলম্বে যে সংস্কার না করলেই নয়, সেগুলো শেষ করে নির্বাচন দিন। আন্দোলনে নারায়ণগঞ্জবাসী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এত মানুষ এখানে আন্দোলনে প্রান দিয়েছে। নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এখন যদি দুর্নীতি শেষ না হয় তাহলে তা খারাপ উদাহরণ সৃষ্টি করবে। স্বৈরাচারের পতনের চেতনা অনুযায়ী প্রশাসনকে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের অনেক সুনাম যেমন আছে তেমন দুর্নামও আছে। কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে। তারা আমাদের ভবিষ্যত প্রজন্মের মান ইজ্জত নষ্ট করে দিয়ে গেছে। আর যেন নারায়ণগঞ্জে গডফাদার তৈরি না হয়, সন্ত্রাসী তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যেন লোভ লালসার মানুষ হিসেবে কেউ চিহ্নিত না করে। আপনারা ফুল নিয়ে যান, কেন যান। এটা মানুষ ভাল ভাবে দেখে না। এদের থেকে প্রশাসনের কর্মকর্তারা সতর্ক থাকবেন। এরা সমাজের নিকৃষ্ট মানুষ। তাদের কোন মানসম্মান নেই। তিনি বলেন, ফতুল্লা শিল্প সমৃদ্ধ এলাকা। এখান থেকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স যায় সরকারের কাছে। কিন্তু এ এলাকার মানুষ অনুদান পায় না, কারণ এটা ইউনিয়ন পরিষদ। যখনই এটা সিটি করপোরেশনের আওতায় আসবে এটা বন্দর ও সিদ্ধিরগঞ্জের মত হয়ে যাবে। আমরা এটাকে সিটির আওতায় আনতে চেষ্টা করছি। অবিলম্বে যেন এটাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। আপনারা বিএনপিকে ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দিলে আমরা নারায়ণগঞ্জের চেহারা পাল্টে দেব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯