
ডান্ডি বার্তা রিপোর্ট
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট গ্রæপের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে হোসিয়ারী এসোসিয়েশনের কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, নির্বাচন কমিশনের প্রধান মোঃ আনিসুল ইসলাম সানী। এছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য জাকারিয়া ওয়াহিদ, কৃষ্ণ কুমার সাহা। সভার শুরুতেই সকল প্রার্থী তাদের পরিচয় ও ব্যালট নং তুলে ধরেন। এসময় সভাপতি বলেন, আগামী ৩ ফেব্রয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে ব্যালট পেপারে সিল মারার পর অনেক সময় কালী লেগে ভোট নষ্ট হয়। তাই এমন পেপারে ব্যালট ছাপা হচ্ছে যাতে করে একটি ভোটও নষ্ট না হয়। কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবেনা, সি সি ক্যামেরা থাকবে। ভোট নিয়ে কোন আপত্তি থাকলে দ্বিতীয় বার গণনার জন্য অফেরতযোগ্য নির্দিষ্ট টাকা প্রদান করতে হবে। প্রচার প্রচারনার ক্ষেত্রে যেকোন পন্থা অবলম্বন করতে পারবে কিন্তু কোন প্রকার বিবৃতি বা অন্যকে নিয়ে কোন বক্তব্য দিতে পারবেনা। ভোটারদের কোন আপ্যায়ন করাতে পারবেনা। একজন প্রার্থী অন্যকোন প্রার্থীকে কোন প্রকার হুমকি-ধমকি দিতে পারবেনা। এতে করে প্রার্থীতা বাতিল হতে পারে। এবারের নির্বাচনের ভেন্যু হবে নারায়ণগঞ্জ ক্লাব। এছাড়াও অন্যান্য বিষয় তুল ধরেন প্রধান নির্বাচন কমিশন প্রধান আনিসুল ইসলাম সানি। এ সময় প্রার্থীরা বলেন, সবসময় ভোটের ভেন্যু হোসিয়ারী এসোসিয়েশন কমিউনিটি সেন্টারে হয়ে থাকে। তাহলে এবার কেন এতো বাড়তি টাকা খরচ করে অন্যত্র ভেন্যু করা হলো? এমন প্রশ্ন তোলেন নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা। এ ব্যাপারে কোন প্রকারের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ব্যাক্তিরা। এছাড়াও প্রধান নির্বাচন কমিশন হোসিয়ারী এসোসিয়েশন এর সংবিধান সম্পর্কে তেমন কিছু জানেন না বলে জানায়। তাহলে কি কোন ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিদা এবং খুশি করার জন্য ভেন্যু পরিবর্তন করা হলো? এমন প্রশ্ন এখন প্রার্থীদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও নির্বাচন কমিশন প্রধানের বক্তব্যের পর প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রার্থীদের মাঝে তুমুল হট্টগোলের সৃষ্টি হলে পরবর্তীতে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা স্বাভাবিক হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯