আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:১২

আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এসএম আকরাম স্বরণ সভায় মান্না দেশের রাজনীতি আজ সংকটময় অবস্থানে

ডান্ডিবার্তা | ২৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।” গতকাল শুক্রবার দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে নারায়ণগঞ্জে এস এম আকরামের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহŸায়ক এস এম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। মান্না আরও বলেন: “যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে।” রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন: “আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে।” মান্না সমকালীন রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, সাবেক “প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিওনও চারশো কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহŸায়ক দেলোয়ার হোসেন চুন্নু। স্মরণ সভায় বক্তব্য রাখেন: নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা