আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫৩

না’গঞ্জের তোলারাম কলেজের বনভোজনের বাস দুর্ঘটনায় ১জন ও ৮জন আহত

ডান্ডিবার্তা | ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চট্টগ্রামের মিরসরাইয়ে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। মানসিক প্রতিবন্ধী এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী নিহত হন এবং বাসের চালকসহ ছয়জন আহত হন। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস জানান, “গত বৃহস্পতিবার রাত ১২টায় ৪০ জন শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে দুটি বাসে করে নারায়ণগঞ্জ থেকে রাঙামাটি ও কক্সবাজারের উদ্দেশে রওনা দিই। মিরসরাই এলাকায় পৌঁছে সড়কে উঠে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে ওই পথচারী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজন শিক্ষার্থী।” আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক এবং আঁখি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা