
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে মহানগর যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে শহরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবনে এ ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন মন্টি মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহŸায়ক পদে ছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের নিতাইগঞ্জ এলাকায় বাসমতি নামের একটি রেস্টুরেন্ট রয়েছে। যা সিটি করপোরেশনের জায়গায় লিজ নিয়ে করা হয়েছে। বর্তমানে এই রেস্টুরেন্টের জায়গাটি লিজ নিয়েছেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। যিনি সম্পর্কে সিটি করপোরেশনের এক সময়ের প্রথম শ্রেণির ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ানের শ্বশুর। আর গত ৫ আগস্টের পর থেকেই রেস্টুরেন্টের এই জায়গাটির লিজ নেয়ার চেষ্টা চালিয়ে আসছেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। কিন্তু নানা প্রক্রিয়ায় এটি হয়ে উঠছিল না। পরে গতকাল সোমবার বিকেলে মোয়াজ্জেম হোসেন মন্টি তার ৩০-৩৫ জন অনুসারী নিয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে জানতে চান, লিজের বিষয় কি হলো? এভাবে একপর্যায়ে মন্টি প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর রেগে যান। সেইসঙ্গে টেবিল চাপড়িয়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেখে নিবেন বলে হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপুসহ অন্যান্য নেতাদের খবর দেয়া হয়। পরে টিপু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবশেষ মোয়াজ্জেম হোসেন মন্টি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দুঃখিত বলে চলে আসেন। এ বিষয়ে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, ‘একটা ব্যাপার নিয়ে ছোটখাটো তর্কাতর্কি হয়েছিল। এটা নরমাল বিষয়। যেমন চলতি পথে কথায় কথায় তর্ক হয়ে থাকে, এরকম। আর কিছু না।’ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘দুজনের মধ্যে মতপার্থক্য ছিল। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরেকজন যুবদল নেতা। তাদের মধ্যে হটটক হয়েছে। আমি তা মিটমাট করে দিয়েছি।’ এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘একটা হালকা বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে চলে গেছেন। কোনো সমস্যা হয়নি।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯