আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:০৩

বন্দরে বিএনপির পাঁচ বলয়

ডান্ডিবার্তা | ২৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে বিএনপি পাঁচ বলয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, গোটা বন্দর উপজেলায় বিএনপি নেতাকর্মীরা এখন তিন ভাগে বিভক্ত। সাবেক উপজেলা চেয়ারম্যান ও স¤প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল, স্বেচ্ছাসেবকদল নেতা ও আবুল কালামের একমাত্র ছেলে আবুল কাউছার আশা ও থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদের নেতৃত্বে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখা যাচ্ছে অধিকাশ নেতাকর্মীদের।
এছাড়াও আরো বেশ কয়েকটি বলয় তৈরি হয়েছে। যা এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে আওয়ামীলীগ পতনের পর এই তিন বলয়ের নেতার অনুসারীরা আধিপত্য বিস্তারের জন্য নানা ধরনের নেতিবাচক কর্মকান্ডে জড়িত হয়েছে। এতে সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বিএনপির ভাবমূর্তি দিন দিন নষ্ট হচ্ছে। এর মধ্যে, গত ২১ জানুয়ারি রাতে শাহেন শাহ আহম্মেদ ও আবুল কাউসার আশার অনুসারীদের মধ্যে সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ঘটনা ঘটে। এর আগেও বন্দরের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। আর এর জন্য গ্রæপিং ও আধিপত্য বিস্তারকেই দায়ী করেছেন অনেকে। সিনিয়র নেতাকর্মীদের ভাষ্য, বন্দরে বিএনপির নামে প্রতিদিন যে পরিমাণ বিশৃঙ্খলা হচ্ছে তা দ্রæত বন্ধ করতে হবে। দলীয় কাজ থেকে শুরু করে সব কিছুতে শৃঙ্খলা প্রয়োজন। এরজন্য সকল বিএনপি নেতাদের একটি চেইন অব কমান্ড ফলো করতে হবে। আর এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবে রূপ দিতে পারবেন একমাত্র আবুল কালাম, এমনটা দাবি সকলের। বিশেষ করে এই মুহূর্ত, আতাউর রহমান মুকুল, আবুল কাউছার আশা ও শাহেন শাহ আহম্মেদের মধ্যে যেই বিভাজন দেখা যাচ্ছে সেই বিভাজন কালাম নির্দেশ দিলে নিমিষেই মিটে যাবে। কারণ, আবুল কালামের পূর্বের রাজনৈতিক জীবন, কর্মকান্ড এবং ক্লিন ইমেজের জন্য সবাই তার কথা শুনতে বাধ্য হবেন বলে ধারনা নেতাকর্মীদের। জানা গেছে, সাবেক এমপি আবুল কালাম দীর্ঘদিন অসুস্থ্যতার কারণে রাজনীতি থেকে দূরে ছিলেন। আওয়ামীলীগ পতনের পর থেকে তাকে আগের চেয়ে সক্রিয় হতে দেখা গেছে। নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, সামাজিক অনুষ্ঠানে যোগদানসহ নানান ইতিবাচক কর্মকান্ডে যুক্ত হচ্ছেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা