
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী গণআন্দোলনের মুখে সারা দেশের মত নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতারা লেজ গুটিয়ে পালিয়েছে। আন্দালনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে হরতাল-অবরোধের মত কর্মসূচি ডাক দিয়েছে দলটি। কিন্তু কর্মসূচি পালনের প্রতিক্রিয়ায় কী বলছেন দলীয় সমর্থকরা, আওয়ামীলীগ কর্মসূচি দিয়েছে। তবে নারায়ণগঞ্জে কে করবে আওয়ামীলীগের জন্য আন্দোলন? তৃণমূল আমরা আত্মগোপনে আছি আন্দোলনে নামব কাদের ভরসায়। আমরা ফেইসবুক খুললে দেখি নেতারা বউ বাচ্চা নিয়ে দেশত্যাগ করে আরাম আয়েশ করছেন। দেশত্যাগ করে আমাদের সাথে যোগাযোগ দূর থাক তাদের সাথে যোগাযোগের মাধ্যমটি পর্যন্ত দেয়নি। তাহলে কাদের কথায় নির্দেশনায় আন্দোলনে নামব। এখন দেখছি নতুন নাটকীয়তা রাতের আঁধারে পোস্টার সাঁটানো। এভাবে একটি দল চলে নাকি। ঠিক এমনটাই বলছিলেন আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচি পালনের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের একজন নেতা। এদিকে সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকা আব্দুল হাই, আবু হাসনাত মো. শহীদ বাদল এবং আনোয়ার হোসেন, খোকন সাহা এসকল দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগ নেতাদের মধ্যে অনেকেই দেশত্যাগ না করলেও ঢাকায় অবস্থান করছেন আত্মগোপনে। কিন্তু দেশে থেকেও অনেকেই দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতাদের থেকে শুরু করে তৃণমূলের নেতাদের সাথে যোগাযোগ দূর থাক ৫ আগস্টের পর উল্টো নেতাকর্মীদের থেকে নিজেদের আড়াল করে রেখেছেন। যার কারণে এসকল নেতাদের নিয়ে তৃণমূলের কর্মীদের তীব্র ক্ষোভ। অপরদিকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসনেই ছিল আওয়ামীলীগের সাংসদ। তবে এই চার জনের মধ্যে দুই জন সাবেক সাংসদ দেশের বাহিরে বিলাশ বহুল জীবন যাপন করছেন একজন হলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি শামীম ওসমান অপরজন আড়াইহাজার আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু তবে তারা দুজনেই নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শাসন আমলে রাজনীতিকে পুঁজি করে ধন কুবের মালিক হয়ে আছেন। যার কারণে এসকল নেতাদের দলের দুঃসময়ে দেশত্যাগ করে বিলাসবহুল জীবন যাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে তৃণমূলের কর্মীরা ক্ষোভে ফেঁটে পরে কারণে তাদের ব্যবহার করে এসকল নেতারা ধন কুবের মালিক বনে গেলেও দলের দুঃসময়ে নেতাকর্মীদের এখনো কোন প্রকার যোগযোগ করেনি। অপরদিকে রূপগঞ্জ অসনের সাবেক সাংসদ গোলাম দস্তাগীর গাজী বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। সেআনারগাঁ আসনের সাবেক এমপি কায়সার হাসনাত ঢাকাতে অবস্থান করলেও নেতাকর্মীদের সাথে গত ৫ আগস্টের পর কোন প্রকার যোগাযোগ রক্ষা করেননি। তবে বর্তমানে জেলা ও মহানগর আওয়ামীলীগ থেকে শুরু করে সাবেক সাংসদ পর্যায় থেকে এখনো কোন প্রকার নির্দেশনা পায়নি কর্মসূচি পালনের তৃণমূলের কর্মীরা। এদিকে নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী মামলা খেয়েও এখনো সাহসিকতার দেশে অবস্থান করছেন। পাশাপাশি তার সমর্থক থেকে শুরু করে তার ছোট ভাই যুবলীগ সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল প্রকাশ্যে চলাফের করছেন। যার কারণে বর্তমানে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের আস্থা হতে পারেন আইভী। এদিকে নেতাকর্মীরা ইতিমধ্যেই আওয়ামীলীগের এই কর্মসূচিকে আমলে নিচ্ছে না কেননা একের পর এক মামলায় জর্জরিত হয়ে কেউ বাড়ি ছাড়া কেউ কারাগারে কেউ বাড়িতে থেকেও আড়ালে। এছাড়া ইউনুছ সরকারের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে নেতাকর্মীরা কোন ভরসাও পাচ্ছে না দলীয় পর্যায় থেকে। তাছাড়া আওয়ামীলীগের এই কর্মসূচিকে প্রতিরোধে বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সক্রিয়। যার কারণে তৃণমূলের কর্মীরা ছয় মাস পর দলীয় ঘোষিত কর্মসূচিতে আগ্রহ দেখাচ্ছে না। তবে কিছু স্বৈরাচারের দোসর ও ওসমান পরিবারের পেটুয়া বাহিনী যারা নিজ জেলাতেই বেশ পাল্টিয়ে আত্ম গোপনে রয়েছে তাদের মধ্যে কেহ কেহ শুরশুদি দিতে শুরু করেছে। যার প্রমান বহন করে শহের পোস্টারিং কান্ড।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯