
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের মনোনয়ন বাগাতে চলছে গভীর ষড়যন্ত্র। বেড়ে চলেছে নেতা নেতায়ি কোন্দল। এদিকে এ আসন থেকে সংসদ সদস্য পদে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। স¤প্রতি এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি নিজেই। ২০০১ সালে এই আসন থেকেই আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন গিয়াস উদ্দিন। বিগত আওয়ামী লীগের সময় কঠিন মুহূর্তে জেলা বিএনপির দায়িত্ব পালন করেন তিনি। এসময় সাহসিকতার সঙ্গে তিনি তাঁর দক্ষ নেতৃত্বের পরিচয় যার কারণে শামীম ওসমানের চক্ষুশূলে পরিণত হতে হয় তাকে। অনবরত সরকার ও সরকারের দলীয় প্রশাসন দ্বারা নির্যাতনের শিকার হতে হলেও নারায়ণগঞ্জ জেলাজুড়ে তিনি ব্যাপক প্রশংসিত হোন। গিয়াস বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। দেশ ও মানুষের জন্য কাজ করবো, এই প্রতিশ্রæতি আপনাদের সামনে দিচ্ছি। আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করে দিয়েছি। আমার নেতাকর্মীদেরও আহবান জানাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইনশাল্লাহ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপিকে ভোট দিয়ে আবারও দেশের সেবা করার সুযোগ দিবেন সেই প্রত্যাশাই থাকবে। গিয়াসের নেতৃত্বে ২০২৩ সালের ১৭ জুন দীর্ঘ ১৪ বছর পর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। । যে সম্মেলনে সভাপতি নির্বাচিত হোন গিয়াস উদ্দিন। এই সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে জেলা বিএনপির আহবায়ক থাকা অবস্থায় তিনি পুরো জেলা বিএনপিকে ঢেলে সাজান। বিএনপিকে আগের তুলনায় করেন আরও সুসংগঠিত এবং শক্তিশালী। তার বিভিন্ন কর্মকান্ডে জেলা বিএনপি নতুন করে জেগে উঠে। এর ফলে শামীম ওসমানের প্রধান টার্গেটে পরিণত হোন গিয়াস উদ্দিন। শামীম ওসমানের এমন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি গিয়াসের সমালোচনা করেন নি। তাকে নিয়ে শামীম ওসমানের অতিকথনে গিয়াস উদ্দিন বারবার খবরের শিরোনাম হোন। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্ধ শুরু হলে নেতাকর্মীদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রশংসায় ভেসেছিলেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রতিনিয়ত তিনি সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় আয়োজিত বিএনপির কর্মসূচিগুলোতে অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশামূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য শুনে বিএনপির নেতাকর্মীরা আগের তুলনায় প্রতিনিয়ত সুসংগঠিত ও শক্তিশালী হয়েছিল। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হলে তা শক্ত হাতে দমন করেন তিনি। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনকে সব ধরণের সহযোগিতা করেন। সেই সঙ্গে তার নির্দেশনায় ৫ আগস্ট থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিয়েছিলেন নেতাকর্মীরা। এর আগে জেলা বিএনপির কমিটি হওয়ার পর থেকেই আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী শামীম ওসমানের মাথাব্যাথা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় গিয়াস উদ্দিন। কারণ ২০০১ সালে তাকে হারিয়েই মুহাম্মদ গিয়াস উদ্দিন সংসদ সদস্য হয়েছিলেন। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক কর্মসূচি সফলভাবে পালন করেন গিয়াসের নেতৃত্বাধীন জেলা বিএনপি। জেলা বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনকে ঢেলে সাজাতে থাকেন তিনি। কিন্তু সাহসী নেতৃত্ব দিতে গিয়ে তাকে পথে পথে বাধার সম্মুখীন হতে হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হয় অসংখ্য মামলা। ২০২৩ সালে ও ২০২৪ সালে বছরব্যাপী নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তাকে নিয়ে প্রতিনিয়ত নারায়ণগঞ্জের রাজনীতি নতুন মোড় নিয়েছিল। বছরের পুরোটা সময় গিয়াসের সমালোচনায় মুখর ছিলেন একেএম শামীম ওসমান। জেলা বিএনপির আহবায়ক থাকা অবস্থায় তিনি পুরো জেলা বিএনপিকে ঢেলে সাজান। বিএনপিকে আগের তুলনায় করেন আরও সুসংগঠিত এবং শক্তিশালী। তার বিভিন্ন কর্মকান্ডে জেলা বিএনপি নতুন করে জেগে উঠে। গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্তি করা হলেও এখনো নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। পাশাপাশি প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে রাজপথ সরগরম রেখেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯