আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:২৫

সরকারে থেকে দল গঠন করলে মানুষ মেনে নেবে না-মির্জা ফখরুল

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
‘ছাত্ররা যদি সরকারে থেকে দল গঠন করেন, তাহলে দেশের মানুষ সেটা মেনে নেবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ ফেব্রæয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ জন নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্র্বতী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এই দেশে অবশ্যই হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব, অন্তর্র্বতী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন। ‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নাই বরং আনন্দিত’ মন্তব্য করে তিনি বলেন, ‘ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা-ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না। তিনি আরো বলেন, ‘আপনারা দল করবেন, দল করেন, আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সঙ্ঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি পালিয়ে গেছেন আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজকে আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। অন্তর্র্বতী সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘এত জঞ্জাল সৃষ্টি করেছেন হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে, এইগুলোকে ন্যূনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দিবে তারা। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদের চাইবে, তাদের ক্ষমতায় নিয়ে আসবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা