আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২৮

সিদ্ধিরগঞ্জে একই মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঞ্চে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে বিএনপি নেতার পাশে একই শাড়িতে দেখা গেছে আওয়ামীলীগের নেতাদের। যা নিয়ে এলাকায় চলছে সর্বত্র সমালোচনার ঝড়। গত ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার মিজমিজি পশ্চিম পাড়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকার কথা ছিল সাবেক কাউন্সিলর জনাব ইকবাল হোসেনের যদিও তিনি এসব কান্ড দেখে অনুষ্ঠানে উপ¯ি’ত হননি। জানা যায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি জনাব মোস্তফা কামাল। অভিযোগ রয়েছে মোস্তফা কামাল মোটা অংকের টাকার বিনিময়ে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে আসেন নাসিক সাবেক মেয়র আইভীর ২ নং ওয়ার্ডের প্রধান নির্বাচন সম্মনয়কারী আবুল কাশেম ও আওয়ামীলীগের অর্থযোগানদাতা হিসেবে পরিচিত ঠিকাদার বড় হযরত, ছোট হযরতসহ আওয়ামিলীগের কুখ্যাত নেতা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিনের প্রধান সহচর ও ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতা ফজলুল হক সহ আরো অনেক আওয়ামী নেতাদেরকে। যার কারন আওয়ামীলীগ নেতা ওকর্মীরা কর্মীরা পুরো মাঠ দখল করে রেখেছিল। আর এ কারনে অনুষ্টানের প্রধান অতিথি হয়েও উক্ত অনুষ্টানে উপ¯ি’ত ছিলেন না সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন। অনুষ্ঠানের বির্তকিত কর্মকান্ড নিয়ে পুরো এলাকায় ক্ষোভের সৃস্টি হয়েছে, এসব কান্ড দেখে এক বিএনপি’র অনেক নেতা হতাশ হয়ে বলেন দুঃজনক ঘটনা, টাকার কাছে আদর্শ বিক্রী হয়ে যা”েছ। দলের নির্দেশকে বৃদ্ধাংগুলি দেখিয়ে টাকার বিনিময়ে ছাত্র জনতাকে হত্যাকারী দলের নেতাদের অনুষ্ঠানের মঞ্চে ওঠার সুযোগ করে দিল। যদিও মোস্তফা কামাল ৫ তারিখের পূর্বে কখনও রাজপথে ছিলেন না এবং আওয়মীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন এর সাথে আতাত করে এলাকায় চলেছেন বীরদর্পে। বিএনপি নেতাকর্মীরা আরো বলেন বিএনপির উচিৎ এ ঘটনার তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা, যা দেখে মোস্তফা কামালের মতো নেতারা সাবধান হয়ে যায়।
এলাকায় খোঁজ নিয়ে জানাযায় মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল এন্ড কলেজের স্বঘোষিত সভাপতি মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তাদের বিরুদ্ধে উক্ত স্কুলে ভর্তি বানিজ্যের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ও রয়েছে। যা নিয়ে স্থানীয় বিএনপি নেতারা একাধিক বার প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যাব¯’া নেয় হয়নি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা