
ডান্ডিবার্তা রিপোর্ট
চল্লিশোর্ধ্ব সাদা মিয়া। পেশায় রাজমিস্ত্রি কাজ শেষে অপর পাঁচ সহকর্মীর সাথে শীতলক্ষ্যাপাড়ে বিআইডবিøউটিএ নির্মিত ওয়াকওয়ে (হাঁটার পথ) ধরে বাড়ি ফিরছিলেভ। তখন দুপুর দুইটা। ভর দুপুর বেলা ধারালো অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন এ রাজমিস্ত্রি। মাসখানেক আগের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাদা মিয়া বলেন, “চারজন কিশোর ছেলে ছিল৷ তাদের হাতে ছিল সুইচ গিয়ার চাকু। আমরা ছিলাম ছয়জন, কিš‘ ওরা ছুরি বের করে যা আছে দিয়ে দিতে বলে। আমাদের কারো হাতে আর কিছু ছিল না। আমার হাতের টাচ মোবাইলটি নিয়ে চলে যায়। ওদের হাতে ছুরি দেখে আর ভয়ে আমরা কিছু বলিনি। এমন প্রতিদিনই ঘটছে। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ঘাট থেকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকা পর্যন্ত নদীর তীর ঘেঁষে হাটার পথ তৈরি করা হয়েছে। আগেও এ এলাকায় ছিনতাই হলেও গত কয়েকমাস ধরে এই এলাকায় বিআইডবিøউটিএ নির্মিত ইকো পার্ক চালু হওয়ায় তা বেড়েছে কয়েকগুন। এতে ভীত ¯’ানীয় লোকজনও। স্থ’ানীয়দের সাথে কথা হলে তারা জানান, আশেপাশের এলাকা এ ওয়াকওয়েতে হাঁটতে আসা লোকজন প্রায় সময় ছিনতাইয়ের শিকার হন। ¯’ানীয়রাও বাদ পড়েন না। নদীর পাড়ের জায়গাটি নির্জন থাকায় দিনের বেলায়ও চলে ছিনতাই। যা বাড়ে সন্ধ্যার পর৷“চোখের সামনে ছিনতাই হতে দেখলেও ধারালো অস্ত্র বহনকারী ছিনতাইকারীদের বাধা দেবার সাহস কেউ করেন না”, বলছিলেন সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্র। অমিত হাসান নামে ওই ছাত্র বলেন, “জায়গাটি খুব সুন্দর। তাই আশেপাশের অনেকেই এখানে হাঁটতে আসেন। তাদেরই টার্গেট করে ছিনতাইকারীরা। বিশেষ করে কোনো তরুণ-তরুণীকে ওয়াকওয়ে ধরে হাঁটতে দেখলেই ছুরি ধরে সবকিছু লুটে নেয়৷ পাঁচ-সাত মিনিটের মধ্যেই লুট করে চলে যায় তারা। ছিনতাইকারীদের বেশিরভাগই আশেপাশের বখে যাওয়া কিশোর-তরুণ বলে জানান স্থানীয়রা৷ তারা জানান, ওয়াকওয়ের পাশেই বেশকিছু শিল্প কারখানা রয়েছে৷ এসব কারখানার পেছনের খালি অংশে আড্ডা দেয় এসব ছিনতাইকারীরাভ। বিনা বাধায় সেখানে মাদকসেবনও চলে। সন্ধ্যার পর এ হাঁটার পথটি অনিরাপদ হয়ে ওঠে। হাজীগঞ্জ-গোদনাইল ওয়াকওয়েতে ঘুড়ি ওড়াচ্ছিলেন একদল কিশোর। আশেপাশেই তাদের বাসা৷ তাদের মধ্যে ল²ীনারায়ণ কটনমিল হাই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র বলেন, দুই সপ্তাহ আগে সকাল সাড়ে নয়টার দিকে এক তরুণকে আটকে তার মোবাইল-মানিব্যাগ লুটে নেয় দুই ছিনতাইকারী৷ ওই তরুণ মাঝিপাড়া এলাকা থেকে হাজীগঞ্জ ঘাটের দিকে যা”িছলেন৷ “সারাদিন চিপায়-চাপায় বইসা নেশা-টেশা করে, তারপর লোকজনের সামনে ছুরি লইয়া ছিনতাই করে৷ এৱাকার সবাই তাগোরে চিনে, কিš‘ কেউ কিছু কয় না৷ পুলিশের তো কোনো খবরই থাকে এদিকে৷” ¯’ানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাজীগঞ্জ থেকে গোদনাইল পর্যন্ত এ এলাকায় অনেক ভ্রাম্যমান লোকের বসবাস৷ ছিনতাইকারীদের একটি অংশ অসংখ্য হত্যা ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনীর সদস্য৷ এছাড়া, ¯’ানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষরাও তাদের স্বার্থে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন, যারা ছিনতাই করে বেড়ান৷ শুধু শীতলক্ষ্যার পাড়ঘেঁষা হাঁটার পথই না, পাশের হাজীগঞ্জ এম সার্কাস, মাঝিপাড়া, হাজীগঞ্জ কেল্লার আশেপাশেও ছিনতাইকারীদের আনাগোনা৷ এ পথে চলাচলকারী ব্যক্তিরা প্রায় সময়ই ছিনতাইয়ের শিকার হন৷ কয়েকদিন আগে এক ছিনতাইকারীকে ধরে ¯’ানীয়রা গণপিটুনিও দিয়েছেন বলেও জানান এম সার্কাস এলাকার এক দোকানি৷ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এম সার্কাস, হাজীগঞ্জ রোড, কেল্লার পাশের রোডসহ তার আশেপাশের এলাকায় ছিনতাই তো নিত্যনতুন ঘটনা৷ সন্ধ্যার পর কেউ হাঁইটা গেছে ইয়া নফসি করতে থাকে৷ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছিনতাইয়ের কিছু অভিযোগ আমরাও শুনেছি। ¯’ানীয়দের মাধ্যমে কিছু অভিযোগ আমরাও পেয়েছি৷ এ ব্যাপারে আমি পুলিশের টহল পার্টিকে নির্দেশনা দিয়েছি৷ নিয়মিত ওই এলাকায় পুলিশের টহল থাকবে৷ ছিনতাইকারীদের চিহ্নিত করতেও পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯