
ডান্ডিবার্তা রিপোর্ট
দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের সাবেক কাউন্সলর ইকবাল হোসেনকে নিয়ে মিছিল করেছে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। আর এদিকে বহিষ্কৃত ইকবাল হোসেনকে নিয়ে কর্মসূচি পালন করায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জানাগেছে, আওয়ামীলীগ ঘোষিত ফেব্রæয়ারির কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে গিয়াস উদ্দিন বিক্ষোভ মিছিল করেছে। সেখানে থানা বিএনপির নেতৃবৃন্দদের পাশাপাশি ইকবাল হোসেনকেও দাঁড়াতে দেখা যায়। কিন্তু ইকবাল হলেন বহিষ্কৃত। আর বহিষ্কৃত লোককে নিয়ে কোন কর্মসূচি বা দলীয় কর্মকাÐে দলীয় কোন নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেনা। এমনকি তার সাথে কোন প্রকার যোগাযোগও রাখতে পারবেনা। কিন্তু গিয়াস উদ্দিন দলীয় সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিষ্কৃত ইকবালকে নিয়ে কর্মসূচি পালন করছে আর এই নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রমতে, গত ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রিজভী। আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সাথে কথা কাটাকাটি হয় ইকবালের। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আসলে ইকবাল ও তার ক্যাডার বাহিনী বাস চালককে মারধর ও বাসে ভাংচুর চালায়। এসময় আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা। এদিকে ইকবালকে প্রেরিত বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে আপনি আপনার দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন- যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃন্য অপরাধ। এ ধরনের গুরুত্ব কর্মকাÐের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সামরিক বহিষ্কার করা হলো। অপরদিকে ইকাবালের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানান, ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর ইকবাল মুর্তিমান আতংকে রূপ নেয়। তার বিরুদ্ধে কেউ মূখ খুলতে সাহস পেত না। ইকবাল ও তার ভগ্নিপতি এবং স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে এলাকাবাসী। বিশেষ করে নাসিক ২ নং ওয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমি দস্যুতা, দখল বানিজ্য একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ইকবাল ও তার স্বজনরা। তার এসব অপরাধ কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে তিনি এলাকায় বেশ কয়েকটি কিশোরগ্যাং থেকে শুরু সন্ত্রাসী বহিনী গড়ে তুলেন। এসব নিয়ে এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটলেও ইকবাল ও তার লোকদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে কেউ কোনো সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের শাসনামলেও ইকবাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার ছত্রছায়ায় এসব অনৈতিক ও অবৈধ কর্মকান্ডে মেতে ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও নাসিকের সাবেক মেয়র ডা : সেলিনা হায়াত আইভীর সাথে সখ্যতা রেখে পরপর দুই বার কাউন্সিল নির্বাচিত হয়। আইভীর ছত্রছায়ায় থাকার কারণে তাকে আওয়ামী লীগের রোষানলে তেমন একটা পড়তে হয়নি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯