
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রæত বদলে যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যগত সম্পর্ক শিথিল হচ্ছে, আর সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে পাকিস্তান ও চীন। বিশেষ করে বাণিজ্য, চিকিৎসা ও ক‚টনৈতিক ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলে নতুন অংশীদারদের দিকে ঝুঁকছে ঢাকা। বাংলাদেশ এতদিন ভারতীয় পেঁয়াজ ও আলুর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। ২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭.২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে, যার মূল্য ছিল ১৪.৫ কোটি ডলার। তবে সা¤প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত থেকে এসব পণ্য আমদানি কমে গেছে। বাংলাদেশ এখন পাকিস্তান থেকে পেঁয়াজ ও আলু কিনছে, পাশাপাশি বিকল্প হিসেবে মিশর, চীন ও তুরস্কের দিকেও নজর দিচ্ছে। এতে ভারতীয় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন, কারণ তারা বাংলাদেশে তাদের একচেটিয়া বাজার হারানোর আশঙ্কায় রয়েছেন। ভারতীয় মেডিকেল ট্যুরিজমের একটি বড় অংশ বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল ছিল। ভারতের চিকিৎসা পর্যটন খাত থেকে বার্ষিক ৯০০ কোটি ডলার আয় হতো, যার ৮০ শতাংশই আসত বাংলাদেশি রোগীদের কাছ থেকে। কিন্তু সা¤প্রতিক ক‚টনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশিরা ভারত বর্জন করে চীনে চিকিৎসা নিতে শুরু করেছে। এর ফলে ভারতীয় হাসপাতাল, হোটেল ও পর্যটন খাত বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এদিকে, চীন ঢাকার পূর্বাচলে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ তাদের জন্য “গুরুত্বপূর্ণ ক‚টনৈতিক প্রতিবেশী” এবং তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রæত গভীর হচ্ছে। স¤প্রতি দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চারগুণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্রপথের পাশাপাশি এবার আকাশপথেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ। পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, চলতি বছরই ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রমজান উপলক্ষে বাংলাদেশ এবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খেজুর আমদানির পরিকল্পনা করছে, যা দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ওপর কঠোর অবস্থান নিতে গিয়ে ভারত এখন অর্থনৈতিক সংকটে পড়েছে। একদিকে তারা বাংলাদেশের বাজার হারাচ্ছে, অন্যদিকে পাকিস্তান-চীন জোট দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নতুন কৌশল ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন কৌশলগতভাবে ভারতকে এড়িয়ে বিকল্প মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, যা মোদী সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯