আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৪

অপকর্ম করে শামীম ওসমান পালিয়ে গেছে

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ডাক বাংলো এবং পুলিশ ফাঁড়ি অপসারণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি জানান, যখন প্রথম এই দাবি তোলা হয়, তখন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন একমত প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তারা জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এবি সিদ্দিকের সভাপতিত্বে এবং জহিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তিনি অভিযোগ করেন, গত ১৫-১৬ বছরে নারায়ণগঞ্জের জমি লুটপাট হয়েছে, এবং অনেকেই এই লুটপাটের অংশীদার হয়েছেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের ভ‚মির শতভাগ মালিকানা জনগণের। আমরা চাই, এই জমিগুলো জনস্বার্থে ব্যবহার হোক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক গড়ে তোলা হোক। কিন্তু আমরা দেখছি, ভ‚মিদস্যুরা এসব জমি আত্মসাৎ করেছে। এখন যদি নিরাপত্তা বাহিনী ও প্রশাসনও জমি দখল করতে শুরু করে, তাহলে নারায়ণগঞ্জের মানুষ যাবে কোথায়?” তিনি জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, “আপনি সরকারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও থাকবে। তাই আপনাকে উদ্যোগ নিতে হবে। নারায়ণগঞ্জের জনগণের স্বার্থে পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো অপসারণ করতে হবে।” তিনি আরও বলেন, “রাইফেল ক্লাব ও বায়তুল আমান ভবন নারায়ণগঞ্জের জনগণের কোনো কাজে আসে না। এই রাইফেল ক্লাব একসময় রাজনৈতিক খুন-খারাপির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এগুলোরও অপসারণ দাবি করছি।” তিনি উল্লেখ করেন, চাষাঢ়া থেকে পঞ্চবটী পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা বহুবার অনুমোদিত হয়েছে, কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “অপকর্ম করে শামীম ওসমান পালিয়ে গেছে, তাহলে প্রকল্প বাস্তবায়নে বাধা কোথায়?” নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এবি সিদ্দিক, এবং সঞ্চালনা করেন জহিরুল ইসলাম। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল হক দীপু, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, অসিত বরণ বিশ্বাস, নাসির উদ্দিন মন্টু, নারী নেত্রী পপি রানী সরকার, শিক্ষিকা উম্মে লায়লা, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ, কুতুব উদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা দ্রæত পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো অপসারণসহ জনগণের স্বার্থে ভ‚মি ব্যবহার নিশ্চিত করার আহŸান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা