আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৫

শিক্ষামূলক কাজে যুবকদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে: মাকসুদ হোসেন

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত সোমবার রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ইসালামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তরে সীরাত প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আয়োজনটি মনোমুগ্ধকর ও জাকজমকপূর্ণ হয়েছে। যুবকদেরকে নানাবিধ অপকর্ম থেকে দূরে রাখতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। যুবকরা দেশের সম্পদ, তাই তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষামূলক কাজে যুবকদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। এ জাতীয় অনুষ্ঠান আরো বেশী বেশী হওয়া উচিৎ। সুশৃঙ্খলভাবে আপনারা ইসালামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন বলে আমাদের প্রত্যাশা। যারা এ আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখবেন। আমরা সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ’। এসময় সমাজসেবক শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন ও কামাল হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা