আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৩

না’গঞ্জ জেনারেল হাসপাতালে দুদক টিমের অভিযান

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এক চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সময় অভিযুক্ত ওই চিকিৎসকের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সেখানে যান দুদকের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকালে দুদকের একটি দল নগরীর নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে যান। তারা হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সাথেও কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ইউনানী বিভাগের মেডিকেল অফিসার। ২০ বছর যাবৎ তিনি এই হাসপাতালে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ইউনানী খাতে বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টির প্রাথমিক তদন্তে নেমেছে দুদক। দুদকের অভিযান প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল দু’টি কাজে। একটি তাদের দাপ্তরিক কাজ এবং অপরটি একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তদন্তের জন্য। এ বিষয়ে হাসপাতাল থেকে তারা যেসব তথ্য চেয়েছেন তা তাদের কাছে সরবরাহ করা হয়েছে।’ যদিও এ বিষয়ে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নিয়ামুল আহসান কাজী বলেন, ‘একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গোপনে এ বিষয়ে তদন্ত করছে দুদক। হাসপাতালের ইউনানী খাতে কিছু কেনাটাকা ও অন্যান্য কিছু বিষয়ে অভিযোগ উঠেছে। সে বিষয়ে ইউনানী খাতে বরাদ্দ ও কেনাকাটার ভাউচার আমরা চেয়েছি। এগুলো দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ যদিও এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা