আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ২:৫৮

আজ মাঠে নামছে ফাইনালে ওঠার লড়াইয়ে খুলনা-চিটাগং

ডান্ডিবার্তা | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনাল নিশ্চিত করেছে। টানা দ্বিতীয় শিরোপার হাতছোঁয়া দূরত্বে অবস্থান করছে দলটি। শিরোপার লড়াইয়ে তাদের বিপক্ষে কোন দল মাঠে নামবে, সেটি নির্ধারণের জন্য আজ মাঠে নামছে খুলনা টাইগার্স-চিটাগং কিংস।

আজ মঙ্গলবার  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ওঠার লড়াই মাঠে নামবে চিটাগং ও খুলনা।পুরো বিপিএলে নিজেদের উজাড় করে কোয়ালিফায়ার পর্যন্ত এসেছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

ম্যাচের আগে দুদলের অবস্থা দুরকম। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরেছে চিটাগং। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে খুলনা। এই ম্যাচে জিতে ফাইনালে ফরচুন বরিশালের সঙ্গী হওয়ার প্রত্যাশা উভয় দলের।শেষ ম্যাচে হারলেও গোটা টুর্নামেন্টের হিসেবে বেশ ভালো ফর্মে আছেন চিটাগংয়ের ক্রিকেটাররা। ব্যাটে রান পেয়েছে দলটির টপঅর্ডার। উসমান খান, গ্রাহাম ক্লার্কের মতো বিদেশিদের পাশাপাশি উজ্জ্বল শামীম হোসেন পাটোয়ারী-মোহাম্মদ মিঠুন-পারভেজ হোসেন ইমনরা। বোলাররাও জ্বলে ওঠেন সময়মতো।

খুলনাও আছে ছন্দে। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে প্লে-অফে তুলে এনেছেন। ফেভারিট রংপুরকে হারিয়ে দল পৌঁছেছে ফাইনালের আরও কাছে। মিরাজের চোখও এখন শিরোপায়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা