আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৩

না’গঞ্জে জামায়াতের প্রথম সমাবেশ কাল

ডান্ডিবার্তা | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে জামায়াতকে নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামীলীগের এমপি শামীম ওসমানসহ কিছু আওয়ামীলী পন্থি সুশিল নেতা। তবে জামায়ত নারায়ণগঞ্জে কোন সমাবেশ করতে পারেনি। এবার এই প্রথম নারায়ণগঞ্জে খোলা মাঠে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই জনসমাবেশ করতে যাচ্ছে জামায়াত। আগামীকাল শুক্রবার সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই জনসমাবেশ কেন্দ্র করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। আর এই জনসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের সর্বস্তরেই চলছে সরগরম প্রস্তুতি। ইতোমধ্যে জেলা ও মহানগর জামায়াত তাদের প্রত্যেকটি ইউনিটে প্রস্তুতি সভা করেছেন। সেই সাথে তারা প্রত্যেকেই তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে জনসভাকে সফল করার জন্য। নেতাকর্মীদের সাথে বলে জানা গেছে, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলামাঠে জনসমাবেশ করা হয়নি জামায়াতের। কয়েকবার খোলামাঠে করার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করা হয়নি। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী আসলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি। ২০০০ সালের ১৬ এপ্রিল সরকারী তোলারাম কলেজে শহীদ জননী জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্ধোধন করা হয়। সেদিন বুদ্ধিজীবি হাসান ইমাম, সামছুর রহমান, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, কবির চৌধুরী, ফেরদৌসি প্রিয়ভাষিনী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে মুক্তমঞ্চের সমাবেশ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জে অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ও আলী আহসান মুজাহিদকে প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এর পরেই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশের ৩দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচী ছিল মতিউর রহমান নিজামীর। কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেনি তিনি। এছাড়া ওই বছরেই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রতীকি বিচার করে মাওলানা দেলোয়ার হোসাই সাঈদী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি দেওয়া হয়। কিন্তু সময়ের পরিক্রমায় শামীম ওসমানের এই বক্তব্যের বেশিদিন স্থায়ী হয়নি। এরই মধ্যে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর পতনের সাথে সাথে শামীম ওসমানকে নারয়ণগঞ্জ থেকে পালিয়ে যেতে হয়। তার বাড়ি-ঘর ভেঙ্গে ফেলা হয়। বর্তমানে তার বাড়ি যেন ভুতের বাড়িতে পরিণত হয়েছে। বিপরীতে জামায়াত যেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই এবার নারায়ণগঞ্জ জামায়াত থেকে উদ্যোগ নেয়া হয়েছে জনসমাবেশকে কেন্দ্র করে সেই সাইনবোর্ড থেকে বর্তমান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে সম্মান জানিয়ে গাড়ি বহরে করে ¯েøাগান দিতে দিতে নিয়ে আসা হবে। তারা সেই জনসমাবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে কম্পন সৃষ্টি করাতে চান। নারায়ণগঞ্জবাসীকে জাগিয়ে তুলতে চান। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ঠিক সেভাবেই আয়োজন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা