আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৫

শহরে রিক্সা-মিশুক মালিক সমিতির মিছিল

ডান্ডিবার্তা | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাষাড়া শহীদ মিনারে নগরী যানজট মুক্ত করতে লাইসেন্সবিহীন রিক্সা-মিশুক ও অটোরিক্সা চলবেনা, অবিলম্বে বন্ধ করতে হবে এ ¯েøাগানকে সামনে রেখে সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস। সভাপতির বক্তব্যে আবদুর রহমান বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর। রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ সকল ক্ষেত্রে রয়েছে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান। পৌরসভা পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পরেও আমরা সবসময় সেখান থেকে নাম্বার প্লেট নিয়ে বৈধভাবে আমাদের রিক্সা ও মিশুক গুলো পরিচালনা করে আসছি। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে শহরের ভিতরে মাত্রাতিরিক্ত অটো ও মিশুকের সংখ্যা বেড়ে গেছে। যার ফলে নগরীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চরম যানজট। সে কারনে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা থেকে পরিত্রান পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা একমত। যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চক্রান্ত করে তাহলে তাকে আমরা প্রতিহত করবো। প্রয়োজনে শ্রমিকদের সাথে নিয়ে আমরা মাঠে নামবো। প্রয়োজন হলে আমরা পূণরায় আগামীকালও আমাদের কর্মসূচী চলমান রাখবো। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানু, যুগ্ম সম্পাদক ইউসুফ খান, নাসির হোসেন, সোহাগ আহমেদ, সোহেল, মঞ্জু ভান্ডারী, রাজু আহমেদ, মোক্তার হোসেন, আফজাল হোসেন, কামরুল ইসলাম, জসিম, সেলিম, নুর ইসলাম, বাবু সহ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা