আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৩

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি-৩২ বাড়ি মুজিববাদ মুর্দাবাদ ¯েøাগানে উত্তাল

ডান্ডিবার্তা | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘গতকাল বুধবার রাত ৯ টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন’ এমন তথ্য ছড়িয়ে পড়ার পর ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত তার পৈত্রিক বাসভবন দখলে নিয়েছে ছাত্র-জনতা। সেখানেই তারা ফ্যাসিবাদের কবর রচনা করবেন এমন ঘোষণাও দিয়েছেন। পুরো এলাকা হাসিনা-আওয়ামী লীগ-ফ্যাসিবাদ বিরোধী ¯েøাগানে মুখরিত হচ্ছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা ¯েøাগান দিতে দিতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হন। সেখানে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ¯েøাগান দিচ্ছেন। ¯েøাগান হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধেও। সরেজমিনে ওই এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে জড়ো হয়েছেন। ‘ক্ষমতা না জনতা- জনতা, জনতা’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘লেগেছে ভাই লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’; ‘ছাত্রলীগের কবর দে, জনে জনে খবর দে’; ‘ফ্যাসিবাদের কবর দে, জনে জনে খবর দে’; বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে; ‘ছি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ ¯েøাগানে উত্তাল রয়েছে পুরো ধানমন্ডি-৩২ নম্বর এলাকা। এ ছাড়া ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ ¯েøাগান দিচ্ছেন সাধারণ জনগণ। ¯েøাগান দিতে দিতে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভবনটিতে। রাসেল স্কয়ারে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আশপাশের সড়কগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা