আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫১

নদীতে বেপরোয়া বাল্কহেড আতঙ্কে যাত্রী ও চালকরা

ডান্ডিবার্তা | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নিয়মনীতির তোয়াক্কা না করে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীতে চলছে বাল্কহেড। এর ফলে পারাপারের সময় আতঙ্কে থাকেন যাত্রী ও চালকরা। সরকারি নির্দেশনা অনুযায়ী সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নদীতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। এছাড়া জনবহুল স্থান ও খেয়াঘাট অতিক্রমের সময় হর্ন বাজানো এবং গতি কমানো বাধ্যতামূলক। কিন্তু এসব নির্দেশনা মানছে না তারা। সরেজমিনে দেখা যায়, বাল্কহেডগুলো কোনো লাইট, সাইরেন বা সিগন্যাল ছাড়াই চলাচল করছে। স্থানীয় যাত্রী ও চালকরা জানান, পারাপারের সময় তাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। এক নৌযান চালক বলেন, ‘অনর্গল চলতেছে, কোনো লাইট নাই, কোনো সাইরেন নাই।’ এক যাত্রী বলেন, ‘পারাপারের সময় সবসময় আতঙ্কিত থাকি, কারণ বেপরোয়াভাবে বাল্কহেড চলাচল করে।’ বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। বিআইডবিøউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, ‘নৌপুলিশকে আমরা চিঠি দিয়েছি। তারা যেন রাতে বাল্কহেড চলাচল কঠোর নজরদারির মধ্যে রাখে।’ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমিনুল হক বলেন, ‘শীতলক্ষ্যা নদীতে টহলের ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত প্রসিকিউশন ও মামলা করা হচ্ছে।’ বিআইডবিøউটিএ’র তথ্যমতে, গত এক বছরে নারায়ণগঞ্জের বিভিন্ন নদীতে বাল্কহেডের কারণে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৯৩টি মামলা করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা