আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫১

আ’লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীবের নেতৃত্বে নগরীর চাষাঢ়া থেকে মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুজ্জামান অনুর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। আজীজুল ইসলাম রাজীব বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি দিয়েছে। আমার প্রশ্ন, তারা কীভাবে এমন কর্মসূচি দেওয়ার সাহস পায়?” তিনি আরও বলেন, “খুনের সঙ্গে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত। তাদের যদি যথাযথভাবে আইনের আওতায় আনা হতো, তাহলে তারা এই সাহস পেত না। আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার সাহস দিয়েছে প্রশাসন।” রাজীব আরও বলেন, “আপনারা কিন্তু দেখেছেন, বিগত দুইদিনে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কী রকম একটা মব কালচার সৃষ্টি হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কোনো রকমের মব কালচারের পক্ষে নই। আমরা চাই আইনগতভাবে সব কিছুর মীমাংসা হোক।” তিনি বলেন, “আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত ছিলো, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো, তাদেরকে যদি কঠোরভাবে আইনের আওতায় আনা হতো, তাহলে মানুষ যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছে, সেটা কিন্তু নিতে হতো না। আজকে মানুষ আইনের শাসন পাচ্ছে না দেখেই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে।” রাজীব বলেন, “এখনো রাজপথে রক্ত শুকায়নি, বাংলাদেশের জমিনে রাজনীতি দিয়ে ফিরে আসতে চান—আপনাদের লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন, আপনাদের যে অপকর্ম সংগঠিত করেছেন, বাংলাদেশ মানুষ তা গ্রহন করবে না।” মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. অনিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মো. রাকিবুল ইসলাম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা