আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

ফতুল্লায় নব্য চাঁদাবাজদের দৌরাত্ব্য

ডান্ডিবার্তা | ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন, ১,২, ৩নং ওয়ার্ড এর সাধারন নিরিহ মানুষ এবং ব্যবসায়ি ও ক্ষুদ্র ব্যবসায়িরা ছেছরা সন্ত্রাসী ও চাঁদাবাজীদের ভয়ে সবাই আতঙ্কিত। সন্ত্রাসী ও চাঁদাবাজরা হল কাজী মাজেদুল চোউরা, মামুন, নাজমুল, সাজ্জাদ, মাসুদ মেম্বার, শাহিন, চাঁদাবাজ লিটন, এলাকায় দলবল নিয়ে চাঁদাবাজী, দখলবাজী করে আসছে ভুইগড়, মাহমুদপুর, নিতাইপুর, রঘুনাথপুর, শান্তিধারা সাইনবোর্ড সহ প্রত্যেকটি এলাকায় যারা বসবাস কারীর জন্য বাড়ি নির্মান করে এবং সাইনবোর্ডে অটো, সিএনজি, রিক্সা এবং শান্তিধারা হকার্স মার্কেট এবং ভুইগড় বাসস্টান্ড সংলগ্ন দোকানপাট ও ভ্যান গাড়ি কাঁচামাল ও মাছ ব্যবসায়ি হতে বিভিন্ন লোকদের দ্বারা তারা চাঁদাবাজী করে আসছে। কালাচাঁন চোউরার ছেলে মাজেদুল চোউরা তাহার সঙ্গ পঙ্গ নিয়া শান্তিধারা রাজ্জাক ব্যপারির মার্কেট দখল করিয়া তাহার দোকানের রড সিমেন্ট সহ লুট করিয়া নেয় ও রাজ্জাক ব্যপারির মার্কেট এর মসজিদের সামনে মাজেদুল চোউরা তার সঙ্গ পঙ্গ নিয়া বিভিন্ন এলাকায় চাঁদাবাজী করার জন্য একটি টিনসেট বিল্ডিং তৈরী করেছে। তাদের প্রভাব বিস্তারের জন্য জন্য অত্র এলাকাগুলোতে প্রতিদিন মাজেদুল চোউরা সহ সবাইকে নিয়া মোহড়া দিতে থাকেন। এলাকার সাধারণ জনগণ সবসময় আতঙ্কে থাকে এবং যে কোন জমিজমা বেচাকেনা করতে গেলে তারা গ্রæপ বেধে ক্রেতা-বিক্রেতার কাছে চাঁদা চায় এবং মাজেদুল চোউরা ও তাহার ভাগিনা লিটন চোউরা, মাজেদুল চোউরার ভগ্নিপতি নূর মেম্বারের ছেলে শাহিন, লিটন চোউরার ছেলে মাদকসেবী প্রিন্স, চৌরা মিন্টু মাহমুদ এর ছেলে বায়েজিদ ও নামধারী বিএনপি নেতা সাজ্জাদসহ রূপায়ন টাউনে প্রতিদিন মোহড়া দেয়। রূপায়ন টাউনে ৭-৮ হাজার লোক বসবাস করে, সকলেই সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত। গত ১ মাসের মধ্যে দ্বীন ইসলাম ও রাজসহ আরো অনেককেই মারধোর করেছে এসকল চাঁদাবাজরা। রূপায়ন টাউনে আনসার ও সিকিউরিটিদেরকেও তারা ভয়ভীতি দেখায়। এই সন্ত্রাসীদের চাঁদাবাজির কারনে এলাকার সাধারন মানুষ আতঙ্ককে রয়েছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, এসবি, এনএসআই, ডিএফএসআই, ডিএসবি এবং ফতুল্লা থানা পুলিশের প্রতি অত্র এলাকার সাধারন মানুষের আবেদন সন্ত্রাসী ও চাঁদাবাজীদের আইনের আওতায় নেওয়ার জন্য, তাদের যন্ত্রনায় সকল ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকার সাধারণ মানুষ আতঙ্ককে রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা