
ডান্ডিবার্তা রিপোর্ট
বাঁশির সুর পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আধুনিকতার ছোঁয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকে পড়ায় বর্তমানে সুমধুর এই বাদ্যযন্ত্রের প্রতি মানুষের আগ্রহ কমছে। বলা চলে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও গ্রাম বাংলার মেলা ব্যতীত এখন আর তেমন বাঁশের তৈরি বাঁশির দেখা মেলে না। তবে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এবারের কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে সুরযন্ত্র বাঁশি তৈরি করে বিক্রি করতে দেখা গেছে এক বৃদ্ধ দম্পতিকে। ৭৮ বছর বয়সী ঝিনাইদহ জেলার কমল সরকার দীর্ঘ ৫৫ বছর যাবত বাঁশির ব্যবসা করে যাচ্ছেন বলে জানান। ছাত্রজীবন থেকে বাঁশি বাজানোতে আগ্রহ ছিল এই ব্যবসায়ীর। ১৯৭১ সালে ইন্টারমিডিয়েট পড়াকালীন বাংলাদেশ ছেড়ে পাশের দেশ ভারতে চলে যান কমল সরকার। সে সময় ভারতের এক বাসিন্দার সঙ্গে সম্পর্ক গড়ে বাঁশি তৈরির পদ্ধতি শিখে নেন। এরপর থেকে বাঁশি ব্যবসাই তার জীবিকানির্বাহের উৎস। চার সন্তানের পিতা কমল সরকারের বাঁশি তৈরিতে সহযোগী স্ত্রী কারতায়নী। স্বামী-স্ত্রীর পরিশ্রমে তৈরি করা বাঁশি বিভিন্ন মূল্যে বিক্রি হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কারুশিল্প মেলায় দেখা যায়, তার স্টলে সর্বনি¤œ ২০ টাকা হতে সর্বোচ্চ ১২’শ টাকা মূল্যের বাঁশি রয়েছে। প্রবীণ বাঁশি কারিগর জানান, তার নিজ জেলা ঝিনাইদহের বিভিন্ন লোকালয় মেলায় বাঁশি বিক্রি করে করেন তিনি। ১-৩ দিনব্যাপী এসব মেলা নিজ দায়িত্বে করতে হয় তাদের। অন্যদিকে ঢাকায় সরকার কর্তৃক আয়োজিত মেলায় শিল্পীদের নানা সুবিধা দেওয়া হয়। কারুশিল্প মেলায় সরকার তাদের থাকার জন্য কোয়ার্টার দেওয়ার পাশাপাশি প্রতিদিন এক হাজার করে অর্থ দিয়েছে। কমল সরকার বলেন, চার সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, আর দুই ছেলে অল্প উপার্জনের মানুষ। তারা নিজেদের সংসার চালাতে হিমশিম খান। এজন্য কমল সরকার ও তার স্ত্রীর হাতে তৈরি বাঁশি বিক্রিতেই সংসার চালান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক একেএম আজাদ সরকার বলেন, দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় কারুশিল্প প্রদর্শনী, লোকজীবন প্রদর্শন, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারী পণ্য সামগ্রীর প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিটি স্টলের ব্যবসায়ীর জন্যে বাজেট রয়েছে। এর ধারাবাহিকতায় এবারও বাঁশি ব্যবসায়ী ও তার স্ত্রীকে প্রতিদিনের জন্য এক হাজার করে টাকা দেওয়া হয়। তবে আমরা প্রতিদিন না দিয়ে মাসের শেষে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকি। এবারের মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল বরাদ্দ রয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। মেলায় সোনারগাঁয়ের কারুশিল্পের কারুকাজ, বাহারি জামদানি শিল্প, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী ও বগুড়ার লোকজ বাদ্যযন্ত্রসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প পণ্যের পসরা বসেছে। গত ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১৬ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯