আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৩:০৩

নারায়ণগঞ্জের ৩টি নদীতে ভ্রাম্যমান আদালত

ডান্ডিবার্তা | ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষা থাকা অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না। এখবরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদী সহ দেশের বিভিন্ন নদী বন্দরে খাদ্যপণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙ্গর করে রাখা কার্গো জাহাজ দ্রæত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেন বিআইডবিøউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে বিকেলে পযর্ন্ত নদীতে বিআইডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। এসময় বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিআইডবিøউটিএ’র কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডবিøউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রæত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা