আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ৬:১৮

প্রয়াত চিত্র নায়িকা দিতির কন্যা হামলার শিকার

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরীর। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি লাইভও করেন। ওই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তার গাড়িও ভাঙা হয়েছে। যদিও পাল্টা অভিযোগ করেছেন লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি। তার দাবি, জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার (প্রীতি) উপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, লামিয়ার মামা টিপু সুলতান অন্তত ৯ বছর আগে গত হয়েছেন। তবে তার পরিবারের সাথে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। শনিবার বিচার-সালিশ বসানো হয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দু’পক্ষই হাতাহাতিতে জড়ান। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার দু’জন প্রত্যক্ষদর্শী বলেন, সালিশে লামিয়ার পক্ষের লোকজনও ছিলেন। তার সাথে ঢাকা থেকে আসা কয়েকজনও ছিলেন। অপরদিকে তার মামা টিপুর স্ত্রী প্রীতি স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে তার পক্ষে ডেকে নিয়ে আসেন। লামিয়ার উপর হামলায় বিএনপির কর্মীরাও অংশ নেন। উপস্থিত বিএনপির কর্মীরা সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারী। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জানতে চাইলে বিএনপি নেতা মোশারফ হোসেন বলেন, “লোকজন শুনেছে শেখ মারুফ (শেখ হাসিনার আত্মীয়) নাকি লামিয়ার সাথে আসছে। এই খবর পেয়ে কিছু লোকজন সেখানে গিয়েছিল। কিন্তু তারা পরে মারুফকে পায়নি। আমার লোকজন কোনো হামলার সাথে জড়িত না। মহিলারা মহিলারা এইটা করছে। আর আমিও গিয়েছি ঘটনার অনেক পরে।” “লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধরও করেছে। এই খবর পাওয়ার পর, আমার বাড়ি যেহেতু পাশেই, তাই গিয়েছিলাম”, যোগ করেন তিনি। লামিয়ার মামি প্রীতি বলেন, “আমার স্বামী মারা গেছে ৯ বছর। আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার উপর হামলা চালায়।” আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান প্রীতি। তবে, লামিয়ার সাথে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি। তার ফেসবুক একাউন্টে খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “মামাদের সাথে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিষয়ে আজ (শনিবার) একটি সালিশও বসছিল, তখন উত্তেজনা তৈরি হয়। তখন লামিয়ার গাড়িতে হামলার ঘটনাও ঘটে। বিষয়টি নিজেদের মধ্যেই হয়েছে।” তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই এই ঘটনায় লিখিত বা মৌখিক অভিযোগ করেননি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা জেনেছি। কিন্তু লামিয়া এই ঘটনার পরপরই ঢাকায় চলে গেছেন বলে জেনেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা