আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | দুপুর ২:১৪

জীবনের নতুন অধ্যায়ে সাবা

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবা নতুন পরিচয়ে পথচলা শুরু করেছেন। বিষয়টি তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সাবা জানান, তিনি একটি রিয়েল এস্টেট রিসোর্ট কোম্পানিতে মিডিয়া কমিউনিকেটর ও ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে সাবা বলেন, গত রোববার থেকে শুরু হচ্ছে জীবনের একটি নতুন অধ্যায়। আমি এখন একটি রিয়েল এস্টেট রিসোর্ট কোম্পানিতে মিডিয়া কমিউনিকেটর ও ডিজিটাল মার্কেটিং পেশাজীবী হিসেবে কাজ শুরু করেছি। মনে একদিকে উত্তেজনা, আর অন্যদিকে সামান্য নার্ভাসনেস কাজ করছে। উত্তেজনা- কারণ এই ভূমিকা যেন এক ধরনের ক্যানভাস, যেখানে সৃজনশীলতা ও কৌশলের মিলন ঘটে; আর নার্ভাসনেস- কারণ প্রত্যেক নতুন শুরুই কিছু চ্যালেঞ্জ ও অজানা অনিশ্চয়তা নিয়ে আসে।’ সাবা আরও জানান, ‘আমি শিখতে, গঠন করতে এবং প্রভাব ফেলতে প্রস্তুত- শুধু ক্যাম্পেইনের মাধ্যমে নয়, এমন গল্প বলার মাধ্যমে, যা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবে। এটি শুধুমাত্র একটি চাকরি নয়; এটি যেন একটি সুযোগ- নিজেকে আরও বিকশিত করার, নতুন ধারণা অনুসন্ধান করার এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন সাবরিনা সাবা। তার প্রথম অ্যালবাম ‘প্রার্থনা’। এরপর প্রকাশিত হয় ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’, ‘অনলি সাবা টু’। এ পর্যন্ত সাবরিনা সাবার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তবে শুধু গান নয়; উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা