আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | দুপুর ২:১২

না’গঞ্জের কেন্দ্রীয় ঈদগাহকে নতুন আঙ্গিকে সাজাবে জেলা প্রশাসন

ডান্ডিবার্তা | ০৮ মার্চ, ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বছরের দুইটি ঈদের নামাজ নগরীর জামতলার কেন্দ্রীয় ঈদগায়ে পড়ে নারায়ণগঞ্জবাসী। তবে বর্তমান সময়ে ঈদগাহের জরাজীর্ণ অবস্থা। বিভিন্ন জায়গায় ফেটে গেছে ঈদগাহের পাকা অংশ, পশ্চিম পাশের দেয়াল ভেঙ্গে পরেছে পাশের সড়কে। এমন অবস্থায় ঈদগাহকে সংষ্কারের আকাঙ্খা জাগে জণমনে। সেই আকাঙ্খাকে বাস্তবায়িত রূপে আনতে ইতি মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় ঈদগাহকে নতুন আঙ্গিকে গড়ার উদ্দ্যেগ নিয়েছে তারা। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের সাথে সভা করে তৈরি করা হয়েছে ২টি নকশাও। এরই মধ্যে একটি নকশা চুরান্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দেওয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঈদগা নিয়ে কাজ করার পরিকল্পনা আগে থেকেই ছিলো। বর্তমানে ঈদগাহের অবস্থা কিছুটা থারাপ, তাই আমরা উদ্দ্যেগ নিয়েছি এটাকে নতুন করে সাজাবো। আমাদের পরিকল্পনা অনুযায়ি এই ঈদ-উল-ফিতরের আগে কাজ ধরলে সেটা ঈদের আগে শেষ করতে পারবো না। তাই ঈদের পর প্রথম এক সপ্তাহের মধ্যে এই ঈদগাহের কাজ ধরবো। এ কাজে আমাদের প্রস্তুতি নেওয়া প্রায় শেষ। ঈদগাহের ইন্টেরিয়র ডিজাইনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করবো। ঈদগাহের প্রথমে ঢুকতে দুটো খেজুর গাছ থাকবে। এ ছাড়াও সেখানে ওযু খানার ব্যবস্থা করবো। বর্তমানে ঈগাহের মিম্বারের জায়গাটা একটু কম, সেখানে আমরা সেটাকে একটু বেশি জায়গা নিয়ে সুন্দর করে সাজাবো। আরও কিছু পরিকল্পনা আছে, আশা করি সময়ের মধ্যে কাজ শেষ করে নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর উপহার দিতে পারবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা