আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৩:৫৭

আওয়ামী লীগ নেতার হয়রানীর প্রতিবাদে ইতালি প্রবাসী দম্পতির সংবাদ সম্মেলন

ডান্ডিবার্তা | ১৪ আগস্ট, ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিনের নির্যাতন ও হয়রাণী থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকার ও মারজিয়া খাতুন নামে এক দম্পতি। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। অভিযুক্ত এই আওয়ামীলীগ নেতার নির্যাতন থেকে রেহাই চেয়ে এই দম্পতি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। ইতালি প্রবাসী দম্পতি সাহাবুদ্দিন সরকার ও মারজিয়া খাতুন দীর্ঘ ২৩ বছর প্রবাস জীবনের উপার্জনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ শতাংশ জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন ২০১৭ সালে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী চাঁদপুর-২ আসনের সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘণিষ্ঠজন নাজিম উদ্দিন দলিয় প্রভান বিস্তার করেই ইতালি প্রবাসীর বহুতল ভবনের ঠিকাদারী কাজ গ্রহণ করেন। নি¤œ মানের নির্মাণ সামগ্রী আর অধিক মূল্য নেওয়ায় প্রবাসে পরিশ্রমে কষ্টার্জিত অর্থ অপব্যয় কমাতে আওয়ামীলীগ নেতা হিসেবে প্রভাব বিস্তারকারী নাজিম উদ্দিনের মাধ্যমে বাড়ির নির্মাণ কাজ না করিয়ে নিজেরাই নির্মাণ সামগ্রী ক্রয় করে বাড়ি নির্মাণ করতে চাওয়াই কাল হয়ে দাড়ালো এই প্রবাসী দম্পতির। প্রবাসী এই দম্পতি জানায়, নাজিম উদ্দিনের কাছ থেকে নির্মাণ কাজের দায়িত্ব ফেরত নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন প্রবাসী এই দম্পতির উপর শুরু করেন নানা ধরণের হয়রানি, মিথ্যা মামলা, কাজ বন্ধ রাখা, মিথ্যা সংবাদ প্রচার সহ হুমকি-ধামকির মত অসংখ্য অপকর্ম। ইন্টারনেট-বিদ্যুতের লাইন কেটে দেওয়া, পানির পাম্প বসাতে বাধা, বাড়ির আঙ্গিনায় অগ্নি সংযোগ, পিলার ভেঙে ফেলতে বাধ্য করা, পাইলিংয়ের রড কেটে নিয়ে যাওয়া, মিথ্যা সংবাদ প্রচার ও মিথ্যা মামলা দিয়ে বিদেশ যেতে বাধা প্রদানের চেষ্টা সহ নানাভাবে দীর্ঘ ৮ বছর হয়রাণী মূলক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন। এই দম্পতির অভিযোগ, নাজিম উদ্দিনের এসব হয়রানী থেকে বাঁচতে অসংখ্যবার সংশ্লিষ্ট থানায় গিয়েও কোন সুরাহা হয়নি। একাধিকবার সামাজিকভাবে বিচার-শালিস হলেও কোন লাভ হয়নি। এক সময় নিজেরাই হতাশাগ্রস্থ হয়ে পড়েন এই প্রবাসী দম্পতি। গত বছরের জুলাই আন্দোলনে ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নেন ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকার ও মারজিয়া খাতুন। ভেবেছিলেন এবার হয়তো নাজিম উদ্দিনের হয়রাণী থেকে মুক্তি পেয়েছেন তারা। কিন্তু নাজিম উদ্দিন তার হয়রানীমূলক কর্মকান্ড বন্ধ করেনি। ভুক্তভোগীরা জানান, নাজিম উদ্দিন তার পালিত ক্যাডার বাহিনী দ্বারা এই প্রবাসী দম্পতির বাসায় চুরি ও ভাঙচুরের মত ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় ইতালি প্রবাসী সাহাবুদ্দিন সরকারকে ফোন করে ইতালি থেকে বাংলাদেশে আসার পর আর বিদেশে ফেরত যেতে দেবেন না এবং তাকে গুম করার হুমকি প্রদান করে নাজিম উদ্দিন। ভুক্তভোগী ইতালি প্রবাসী মারজিয়া খাতুন বলেন, আমরা প্রবাসে থেকে পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাংলাদেশে টাকা পাঠাই। আমরা এদেশের রেমিট্যান্স যোদ্ধা। আমরাতো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। তাহলে আমরা কেন নিজেদের দেশে এসে নিজের দেশের মানুষ দ্বারা হয়রাণীর শিকার হবো? আমারাতো কারো কোন ক্ষতি করছিনা। আমরা কেন অবমূল্যায়িত হবো? আমরা কি শান্তিতে দেশে এসে বসবাস করতে পারবো না? সাহাবুদ্দিন সরকার বলেন, আমরা নাজিম উদ্দিনের হয়রানী থেকে রেহাই পেতে অসংখ্যবার থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। পুলিশ আমাদের কোন ধরণের সহযোগীতা করেনি। কারণ নাজিম উদ্দিন আওয়ামীলীগ নেতা ছিলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সেই প্রভাব খাটিয়ে সে আমাদের দীর্ঘ ৮ বছর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পরও সে আমাদেরকে হয়রানী করেই যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা