
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামী দোসররা স্থানীয় জনপ্রতিনিধি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থনকারীদের বিরুদ্ধে আওয়ামী দোসরদের মামলা, হয়রানীসহ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বন্দর আওয়ামীলীগের ও জাপার দোসররা এখান পালিয়ে থেকে বিভিন্ন অযুহাতে যারা রাজনৈতিক দলের সাথে জড়িত নয় এমন বিএনপি মনা জনপ্রতিনিধিদের বøাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার ফন্দি এঁেটছে। তারা বিশেষ পেশার নাম ভাঙ্গিয়ে কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা প্রভাকান্ডা ছড়িয়ে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনই নাজেহালের শিকার মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান ও ৯নং ওয়ার্ড রেমম্বার মাহবুব। তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন করায় তাদের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামীলীগ পতনের কয়েক দিন আগেও বন্দর থানায় জ্বালাও পোড়াও মামলা দেয়া হয়। মামলা নং ৩১(৭)২৪, ৩২(৭)২৪। এ মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান ৬৮নং ও মাহবুব মেম্বার ১২০নং আসামী। তারা স্বৈরাচারীর বিপক্ষে অবস্থান নেয়ায় এবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। এ ব্যপারে মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান বলেন, আমি জনপ্রতিনিধি হওয়ার সুবাধে অনিচ্ছা সত্বেও স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে তৎসময়ের এমপির নির্দেশে এলাকার কাজ করতে হয়েছে। ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে এমপিকে মেম্বারদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। সেই দিনের একটি ছবি দিয়ে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে নানা প্রভাকান্ডা ছড়াচ্ছে। আমি যখন নির্বাচন করি তখন সেই এমপি সেলিম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ তার ক্যাডাররা আমার লোজকজনদের অপহরণসহ আম,ার কাছ থেকে ভয়দেখিয়ে মুক্তিপন আদায় করেছে। আমি ওসমানের চোখের কাটা ছিলাম। এ ব্যপারে মাহবুব মেম্বার বলেন, আমি জনপ্রতিনিধি। আমাকে তৎকালিন এমপি ও তার লোকেরা আমাকেসহ আমাদের কয়েকজনকে বাধ্য করেছে তার পক্ষে পোস্টারিং করতে। আমি বৈষম্য বিরোধী আন্দলোনের সমর্থন করায় আমার বিরুদ্ধে আওয়ামী দোসররা মামলা দিয়েছে। আমি বন্দর থানার ১২০নং এজাহার নামিয় আসামী। আর যদি স্বৈরাচার আওয়ামীলীগের পতন না হতো তাহলে আমাদের আজ মিথ্যা মামলা জেলে ঘানি টানতে হতো। আমরা স্বৈরাচারের বিপক্ষে থাকায় এখন স্বৈরাচারের দোসররা আমাদের বিরুদ্ধে নান কুৎসা রটিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার কোন সিএমজি নেই, ড্রেজার ব্যবসা নেই। আমি আজমেরী ওসমানের কাইকে চিনিও না। কিন্তু এ সকল প্রভাকান্ডা ছড়িয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমরা উভয়ে এসকল অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাই আমরা হুশিয়ারি করে বলছি। প্রভাকান্ডা ছড়িয়ে বেশী সময় ষড়যন্ত্র করা যায় না। সময় হলে এর জবাব দেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯